First Floating Market of Kolkata: ৫ বছরেই বন্ধ হচ্ছে পাটুলির ভাসমান বাজার? জানুন বিশদে
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
সিঙ্গাপুরের মতো ভাসমান বাজার (Patuli Floating Market) তৈরি হয়েছিল কলকাতাতেও। রাজ্য সরকারের নগরোন্নয়ন দফতরের উদ্যোগে বাইপাসের ধারে পাটুলি ঝিলে তৈরি হয়েছিল ওই বাজার।
কলকাতাঃ সিঙ্গাপুরের মতো ভাসমান বাজার (Patuli Floating Market) তৈরি হয়েছিল কলকাতাতেও। রাজ্য সরকারের নগরোন্নয়ন দফতরের উদ্যোগে বাইপাসের ধারে পাটুলি ঝিলে তৈরি হয়েছিল ওই বাজার। ২০১৮ সালে ভাসমান বাজারটির আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার বন্ধ হয়ে যাচ্ছে সেই বাজার।
কলকাতা পুরসভার ১১০ নম্বর ওয়ার্ডে ইএম বাইপাস সংলগ্ন একটি জলাশয়ে ভাসমান বাজার তৈরি করছিল কেএমডিএ ৷ যে ঝিলে পাটুলি-বৈষ্ণবঘাটার উপনগরী নিকাশির জল জমা হত সেই ঝিলই সেজে উঠছিল নতুন সাজে। ঝিলের মধ্যে ভাসমান প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছিল। ক্রেতারা হেঁটে গিয়ে বাজার করতেন। কোনও দুর্ঘটনা যাতে না ঘটে তার জন্য উপযুক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল। জিনিসপত্রের দাম নাগালের মধ্যেই ছিল। কো-অপারেটিভের মাধ্যমে চলছিল বাজার। তবে তা উঠে যাওয়ার কারণ কী?
advertisement
advertisement
কেএমডিএ ও কলকাতা পুরসভা সূত্রে খবর, সমস্যার কারণ মূলত নৌকা। যেসব নৌকোর উপরে এই বাজার বসতো, অনেক সময়েই তা ভেঙে যাচ্ছিল। ওই সূত্রের দাবি, নৌকা রক্ষণবেক্ষণের জন্য একটা মোটা টাকা ব্যয় হতো। কিন্তু অত আয় বাজার থেকে হচ্ছিল না। তার উপরে নৌকোর মিস্ত্রি পাওয়াও একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছিল।
পুরসভা সূত্রের খবর, বর্তমানে ভাসমান বাজার সরিয়ে ওই জলাশয়কে সংস্কার করে সৌন্দর্যায়ণ করার কাজ চলছে। আগামী আর্থিক বছরেই এই পরিকল্পনা কার্যকর করা যানে বলে তাঁরা আশাবাদী। জানা গিয়েছে, ভাসমান বাজারের দোকানিদের পুনর্বাসনের জন্য দুটি জায়গা নির্ধারিত করা হয়েছে। একটি পাটুলি থানার পাশের একটি রাস্তা। আর অন্যটি বাঘাযতীন উড়ালপুল লাগোয়া একটি জায়গা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 07, 2023 12:15 PM IST