কেষ্টপুরে সপ্তম শ্রেণির ছাত্রের রহস্যমৃত্যু
Last Updated:
কৌশিকের পরিবারের অভিযোগ মদ্যপান করিয়ে খুন করা হয়েছে ৷ ঘটনার পর থেকে নিখোঁজ অভিযুক্ত ৷
#কলকাতা: কেষ্টপুরে সপ্তম শ্রেণীর ছাত্রের রহস্যমৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ৷ ঘটনার তদন্তে শুরু করেছে বাগুইআটি থানার পুলিশ৷ কেষ্টপুর নজরুল পার্কে বেসরকারি স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র কৌশিক ৷ গত বুধবার পাশের ফ্ল্যাটের বন্ধুর বাড়ির পাঁচতলার সিঁড়ি থেকে কুকুরের বেল্ট দিয়ে ঝুলন্ত অবস্থায় কৌশিককে উদ্ধার বন্ধুরা ৷ এরপর একটি স্থানীয় নার্সিংহোমে নিয়ে গেলে সন্ধাবেলা মৃত্যু হয় কৌশিকের ৷
২০ তারিখে জন্মদিন ছিল রনিক বলে তার এক বন্ধুর ৷ সেখানে কৌশিককে মদ এবং হুক্কা খাওয়ায় রনিক ৷ কৌশিকের পরিবারের অভিযোগ মদ্যপান করিয়ে খুন করা হয়েছে ৷ ঘটনার পর থেকে নিখোঁজ অভিযুক্ত ৷
তারপর থেকেই দেখা যায় রনিত বাড়িতে তালা দেওয়া বাড়িতে কেউ নেই তারা গা ঢাকা দিয়েছে ৷ পুলিশ আবার তদন্তে নেমেছে কি ঘটনা ঘটেছে খতিয়ে দেখছে ৷ পরিবারের লোকের অভিযোগ কৌশিকের মৃত্যুটা স্বাভাবিক নয় ৷ পুলিশ যেন খতিয়ে দেখে এবং অভিযুক্তদের ব্যবস্থা নেয় গোটা পরিবারের শোকের ছায়া নেমে এসেছে ৷
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 25, 2019 7:01 PM IST