স্কুলের মধ্যেই সহপাঠীদের হাতে বেধড়ক মার, দাঁত উপড়ে গেল নবম শ্রেণির ছাত্রের
Last Updated:
সহপাঠীদের হাতে বেধড়ক মার খেয়ে হাসপাতালে নবম শ্রেণির ছাত্র। মারের চোটে উপড়ে যায় দাঁত। মাড়ির ক্ষতে পড়ে আটটি সেলাই। দমদমের ঘটনায় ক্ষুব্ধ আহত ছাত্রের পরিবার। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্কুল কর্তৃপক্ষের।
#কলকাতা: সহপাঠীদের হাতে বেধড়ক মার খেয়ে হাসপাতালে নবম শ্রেণির ছাত্র। মারের চোটে উপড়ে যায় দাঁত। মাড়ির ক্ষতে পড়ে আটটি সেলাই। দমদমের ঘটনায় ক্ষুব্ধ আহত ছাত্রের পরিবার। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্কুল কর্তৃপক্ষের।
দমদমের স্কুলে র্যাগিংয়ের অভিযোগ। তিন সহপাঠী ও তাদের সাঙ্গোপাঙ্গদের হাতে আক্রান্ত নবম শ্রেণির ছাত্র। নানা অজুহাতে মারধর, হেনস্থা চলছিলই। গত বুধবার তা চরমে ওঠে। স্কুলের ভিতরে একপ্রস্থ মারধরের পর স্কুলের বাইরেও বেধড়ক মারা হয় নবম শ্রেণির ওই ছাত্রকে। তার অভিযোগ, স্কুলের তিন সহপাঠী ছাড়াও বহিরাগত কয়েকজন যুবক তাকে মারধর করে। এমনকি ছুরি দেখিয়ে খুনেরও হুমকি দেয় ৷
advertisement
advertisement
ভয়ে বাড়িতে ঘটনার কথা জানায়নি ওই ছাত্র। কিন্তু বৃহস্পতিবার স্কুলে যেতেই ফের শুরু হয় অত্যাচার। ক্লাসের মধ্যেই চলে মারধর। মারের চোটে দুটি দাঁত উপড়ে যায় কিশোরের । স্কুল কর্তৃপক্ষ তাকে দমদম মিউনসিপ্যাল হাসপাতালে নিয়ে যায়। খবর দেওয়া হয় ছাত্রের পরিবারকে। পরিবারের সদস্যরা তাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভরতি করেন। রবিবার হাসপাতাল থেকে ছাড়া পায় ওই কিশোর। ঘটনায় ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রধান শিক্ষকের।
advertisement
পরিবারের সদস্যদের দাবি, ঘটনার পর দমদম থানা তাঁদের অভিযোগ নিতে অস্বীকার করে। তবে স্কুল কর্তৃপক্ষ লিখিত অভিযোগ জানালে হস্তক্ষেপের আশ্বাস দিয়েছে পুলিশ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 23, 2018 11:31 AM IST