Civic Volunteer: সিভিক মানেই সঞ্জয় নয়, প্রমাণ করলেন আলি! সাক্ষী থাকল সেই রাতের কলকাতা

Last Updated:

রক্তাক্ত অবস্থায় রাস্তার উপরে পড়ে থাকেন ওই বাইক চালক৷ সেই সময় ঘটনাস্থলে ছিলেন আলি নাওয়াজ নামে এক সিভিক ভলেন্টিয়ার৷

আরজি কর কাণ্ডে ধৃত সঞ্জয় রায় (বাঁদিকে)৷ সিভিক ভলেন্টিয়ার আলি নাওয়াজ (ডানদিকে)৷
আরজি কর কাণ্ডে ধৃত সঞ্জয় রায় (বাঁদিকে)৷ সিভিক ভলেন্টিয়ার আলি নাওয়াজ (ডানদিকে)৷
কলকাতা: আর জি কর কাণ্ডে মূল অভিযুক্ত একজন সিভিক ভলেন্টিযার৷ মাত্র একুশ দিন আগে এরকমই এক রাতে তার নৃশংসতার শিকার হয়েছেন শহরের এক মহিলা চিকিৎসক৷ যে ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়েছে গোটা দেশ৷ শুক্রবার রাতেও মদ্যপ এক সিভিক ভলেন্টিয়ারকে নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে সিঁথির মোড় এলাকা৷ আরজি কর কাণ্ডের পর থেকেই সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে নানা বিতর্ক এবং প্রশ্ন উঠতে শুরু করেছে৷
এই পরিস্থিতিতে দুর্ঘটনায় গুরুতর আহত এক যুবকের প্রাণ বাঁচাতে ত্রাতার ভূমিকা নিলেন এক সিভিকই৷ বাইক দুর্ঘটনায় গুরুতর জখম এক যুবককে কাঁধে তুলে প্রায় পাঁচশো মিটার নিয়ে গিয়ে হাসপাতালে নিয়ে গেলেন ওই সিভিক ভলেন্টিয়ার৷
advertisement
গতকাল রাত প্রায় ১১টা নাগাদ কলকাতা বিশ্ববিদ্যালয়ের কাছে দুর্ঘটনার কবলে পড়ে একটি মোটরসাইকেল৷ ওই বাইকে চালক ছাড়াও আরও একজন আরোহী ছিলেন৷ রাস্তা থেকে কোনওভাবে পিছলে যায় বাইকের চাকা৷ ঘটনায় গুরুতর আহত হন ফারহান আলম নামে এক যুবক৷ মাথার পিছন দিকে এবং ঘাড়ে গুরুতর লাগে তাঁর৷
advertisement
রক্তাক্ত অবস্থায় রাস্তার উপরে পড়ে থাকেন ওই বাইক চালক৷ সেই সময় ঘটনাস্থলে ছিলেন আলি নাওয়াজ নামে এক সিভিক ভলেন্টিয়ার৷ অত রাতে রাস্তা ফাঁকা হয়ে যাওয়ায় আহত যুবককে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য গাড়িও পাওয়া যাচ্ছিল না৷ শেষ পর্যন্ত ওই সিভিক ভলেন্টিয়ারই আহত মোটরসাইকেল আরোহীকে নিজের কাঁধে তুলে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান৷ প্রায় ৫০০ মিটার রাস্তা আহত যুবককে কাঁধে করে নিয়ে যান ওই সিভিক ভলেন্টিয়ার৷
advertisement
দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ায় সময় মতো গুরুতর আহত ওই যুবকের চিকিৎসা শুরু করা সম্ভব হয়৷ প্রাণেও বাঁচেন ওই যুবক৷ আপতত কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন তিনি৷ পুলিশ সূত্রে খবর, আহত যুবক কলকাতার মিত্র লেন এলাকার বাসিন্দা৷ তাঁর বাড়িতে খবর দেওয়া হয়েছে৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Civic Volunteer: সিভিক মানেই সঞ্জয় নয়, প্রমাণ করলেন আলি! সাক্ষী থাকল সেই রাতের কলকাতা
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement