স্ত্রীকে খুন করতে ১ লক্ষ টাকার সুপারি দিয়েছিলেন সুপ্রতিম

Last Updated:

সিভিক ভলান্টিয়ার শম্পা দাস খুনে গ্রেফতার করা হল দুই সুপারি কিলারকে ৷ গতকালই ওই দু’জনকে ভাড়াটে খুনি সন্দেহে আটক করেছিল এয়ারপোর্ট থানার পুলিশ ৷ তাঁদের একাধিকবার জেরা করে পুলিশ নিশ্চিত হয় তাঁরাই শম্পার খুনি ৷ এরপরেই গ্রেফতার করা হয় অভিযুক্ত দুই সুপারি কিলারকে ৷

#কলকাতা: সিভিক ভলান্টিয়ার শম্পা দাস খুনে গ্রেফতার করা হল দুই সুপারি কিলারকে ৷ গতকালই ওই দু’জনকে ভাড়াটে খুনি সন্দেহে আটক করেছিল এয়ারপোর্ট থানার পুলিশ ৷ তাঁদের একাধিকবার জেরা করে পুলিশ নিশ্চিত হয় তাঁরাই শম্পার খুনি ৷ এরপরেই গ্রেফতার করা হয় অভিযুক্ত দুই সুপারি কিলারকে ৷
গতকাল নীরজ সাউ এবং হাফিজুল মোল্লা নামের ওই দুই ব্যক্তিকে মাইকেলনগরের একটি ধাবা থেকে আটক করেছিল পুলিশ ৷ নীরজ ও হাফিজুলকে জেরা করে জানা যায়, শম্পাকে খুনের সুপারি দিয়েছিলেন সুপ্রতিম ৷ ২ মাস আগে লেকটাউনে সুপারি কিলারদের সঙ্গে মিটিং করেছিলেন সুপ্রতিম ৷ ১ লক্ষ টাকায় রফা হয়েছিল তাঁদের মধ্যে ৷ প্রথম ধাপে ৬০ হাজার টাকা দেওয়া হয় ৷ ভালয় ভালয় কাজ উতরে গেলে বাকি টাকা দেওয়ার কথা ছিল ৷ কিন্তু তার আগেই পুলিশের জালে ধরা পড়ে যাওয়ায় সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি ৷
advertisement
advertisement
সোমবার সকালে প্রথমে শম্পার স্বামী সুপ্রতিম ও পরে শাশুড়ি মীরা দাসকে আটক করেছিল পুলিশ ৷ তাঁদের জেরা করে জানা যায়, ভাড়াটে খুনি লাগিয়ে হত্যা করা হয়েছে শম্পাকে ৷ এরপর থেকেই সুপারি কিলারদের খোঁজ শুরু করেছিল পুলিশ ৷ ঘটনায় যুক্ত থাকার অনুমানে শম্পার বাড়ির পরিচারিকাকেও গতকাল সকালে আটক করেছিলেন তদন্তকারী অফিসাররা ৷ জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাঁকেও ৷ পুলিশের অনুমান, ওই পরিচারিকাই সুপ্রতিমের সঙ্গে সুপারি কিলারদের যোগাযোগ করিয়ে দিয়েছিলেন ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
স্ত্রীকে খুন করতে ১ লক্ষ টাকার সুপারি দিয়েছিলেন সুপ্রতিম
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement