Circus in Winter: আগ্রহে ভাটার টান, স্মার্টফোনের কাছে হার মেনেছে শীতকালের সার্কাসের আকর্ষণ
- Published by:Arpita Roy Chowdhury
- Written by:Onkar Sarkar
Last Updated:
Circus in Winter: মুঠোফোনের যুগে কোথাও যেন ভাটা পড়েছে পুরনো আগ্রহে। দর্শক আসনগুলো ফাঁকা থাকছে সার্কাস ময়দানের টেন্টগুলোতে
কলকাতা : রাজ্য জুড়ে জাঁকিয়ে শীতের আমেজ। স্কুলগুলিতেও বড়দিনের ছুটিও পড়তে শুরু করেছে। উৎসবমুখর রাজ্যবাসী। শীতকাল মানে যেমন পার্ক স্ট্রিট, নিউ মার্কেটের কেক আর অবশ্যই সার্কাস! কারণ কথায় আছে ‘৮ থেকে ৮০, সার্কাস ভালবাসি!’ কিন্তু মুঠোফোনের যুগে কোথাও যেন ভাটা পড়েছে পুরনো আগ্রহে। দর্শক আসনগুলো ফাঁকা থাকছে সার্কাস ময়দানের টেন্টগুলোতে!
১৯৬৫ সালে শুরু হওয়ায় অজন্তা সার্কাস এখন ধুঁকছে! যার অবশ্যই অন্যতম কারণ সার্কাসে বন্ধ হয়েছে পশু পাখির খেলা। তাতেই অবশ্যই কমেছে দর্শক সংখ্যা। এমনটাই মনে করেছন দর্শক থেকে রিং মাস্টার সকলেই। তবে কম যাচ্ছে না মোবাইল ফোনের দাপটও। মুঠোফোনের দাপটের কারণেই এই প্রজন্ম আগ্রহ হারাচ্ছে সার্কাসের প্রতি।
advertisement
advertisement
মুঠো ফোনের জন্য যে সার্কাস ধুঁকছে সেই ধারণা খুব একটা মিথ্যে নয়, সেটা বোঝা গেল ব্যারাকপুর থেকে আসা সৌরভ অধিকারী নামে একজন দর্শকের কথায়। তিনি বলছেন, “এখনকার বাচ্চারা ফোনে আসক্ত। সেই কারণে হয়তো সার্কাসের এই ভিড় আর দেখা যায় না। তবে আমি আর আমার মেয়ে যেখানেই সার্কাস হয় সেই জায়গায় গিয়ে সার্কাস দেখে আসি। যাতে মোবাইল ফোনের ব্যবহার কম হয়।”
advertisement
দর্শক টানতে পশু পাখির বদলে বেশ কিছু নতুন খেলা নিয়ে হাজির হয়েছে অজন্তা সার্কাস। সার্কাসের ম্যানেজার খন্দকার আবু সালমান বলেন,” করোনার পর যখন আবার সার্কাস শুরু হল তখন মানুষজন পুরনো আশা নিয়ে এসেছিলেন। কিন্তু মোবাইল ব্যবহার আমাদের এই কাজে সত্যি বাধা আনছে। কারণ আপনি দর্শক আসন লক্ষ করলেই দেখতে পাবেন বহু শিশু এখানে খেলা দেখতে এসেও মোবাইল ফোনের ব্যবহার করছে! শুধুই যে জন্তু-জানোয়ার না থাকার প্রভাব পড়ছে, সেটা নয়! সামনে বসে না দেখে মোবাইলে সার্কাস দেখাতে বেশি পছন্দ করছে আজকালকার শিশুরা! এটাই আগামী দিনের অন্যতম চিন্তার কারণ।”
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 22, 2023 8:53 AM IST