একদিকে সিবিআই, এবার গরু পাচার কাণ্ডে সিআইডি-র বড় পদক্ষেপ! তোলপাড় বাংলা

Last Updated:

Cow Smuggling Case: জাহাঙ্গীর, হুমায়ুন ও মেহেদির কলকাতার অফিসে অভিযান চালানো হয়। বাজেয়াপ্ত করা হয়েছে একাধিক নথি।

সিআইডি-র গ্রেফতারি পরোয়ানা জারি
সিআইডি-র গ্রেফতারি পরোয়ানা জারি
#কলকাতা: গরু পাচার মামলায় এনামুল হকের তিন ভাগ্নের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল সিআইডি। সূত্রের খবর, একাধিক বার তলবের পর হাজিরা এড়ানোয় জাহাঙ্গীর আলম, হুমায়ুন কবীর ও মেহেদি হাসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। প্রসঙ্গত গরু পাচার মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পাশাপাশি তদন্ত শুরু করেছে সিআইডি। ঘটনায় এনামুলের ঘনিষ্ঠ জানেরুল শেখকে গ্রেফতারও করা হয়। তাকে জেরা করে উঠে আসা তথ্য ও তদন্ত করতে গিয়ে যে বিষয়গুলি সামনে এসেছে তাতে এনামুল ও তার তিন ভাগ্নের যোগ সামনে এসেছে।
জাহাঙ্গীর, হুমায়ুন ও মেহেদির কলকাতার অফিসে অভিযান চালানো হয়। বাজেয়াপ্ত করা হয়েছে একাধিক নথি। পাশাপাশি ২০টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সন্ধান মিলেছে বলে দাবি সিআইডির। যা ইতিমধ্যে ফ্রিজ করা হয়েছে। এছাড়া উদ্ধার হওয়া নথিপত্র থেকে গোয়েন্দারা জানতে পেরেছেন এনামুলের ভাগ্নেরা তাদের সংস্থা বিদেশে সরিয়ে ফেলেছেন। শুধু তাই নয় কোটি কোটি টাকা বিদেশে লগ্নি করা হয়েছে। ইতিমধ্যে বেশ কয়েকবার তিনজনকে ডেকে জিজ্ঞাসাবাদ করতে চেয়েছে সিআইডি। কিন্তু কেউই তদন্তকারী সংস্থার সামনে আসেননি। তাই এদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে ।
advertisement
advertisement
অন্যদিকে, এনামুলের বয়ান রের্কড করতে দিল্লি তিহার জেলে যাওয়ার প্রস্তুতি নিয়েছে সিআইডি। বয়ান রেকর্ড করা হয়েছে এনামুলের বেশ কয়েকজন আত্মীয়, জাহাঙ্গীরের সংস্থার হিসেব রক্ষক কর্মীদের। যা থেকে একাধিক তথ্য পাওয়া গেছে বলে দাবি সিআইডির । ইতিমধ্যে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সম্পর্কিত তথ্য হাতে নিয়েছে সিআইডি। কোথায় কত টাকা লগ্নি হয়েছে, তার খতিয়ান খতিয়ে দেখা হচ্ছে বলে সিআইডি সূত্রে খবর।
advertisement
মূলত গরু পাচারের টাকা থেকে কারা লাভবান হয়েছেন, কাদের কাছে পৌঁছেছে তা জানার চেষ্টা করা হচ্ছে বলে সিআইডি সূত্রে খবর। তবে প্রশ্ন উঠছে, যাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে, তারা এখন বিদেশে। তাহলে কি আদৌ তাদের হাতে পাওয়া যাবে ? উঠছে প্রশ্ন।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
একদিকে সিবিআই, এবার গরু পাচার কাণ্ডে সিআইডি-র বড় পদক্ষেপ! তোলপাড় বাংলা
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement