বড় খবর! ডিসেম্বরের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহেই প্রাথমিকের টেট? শুরু জল্পনা
- Published by:Suman Biswas
Last Updated:
Primary Tet: বিভিন্ন জেলা ভিত্তিক কত সংখ্যক পরীক্ষার্থী পরীক্ষা দিতে পারে তার আনুমানিক হিসাব ধরে ইতিমধ্যেই বিভিন্ন জেলায় কত পরীক্ষা কেন্দ্র লাগতে পারে তার তালিকা চেয়ে পাঠানো হয়েছিল।
#কলকাতা: প্রাথমিকের টেট ডিসেম্বরে হতে চলেছে? অন্তত তেমনটাই সম্ভবনা হিসেবে উঠে আসছে। ডিসেম্বরের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে হতে পারে প্রাথমিকের টেট। এমনটাই প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে খবর। শুক্রবার অর্থাৎ আজ ফের প্রাথমিক শিক্ষা পর্ষদের অ্যাড হোক কমিটি বৈঠকে বসছে। সেই বৈঠকেই পর্ষদের সদস্যদের মতামত নেওয়া হতে পারে এই বিষয় নিয়ে। সূত্রের খবর ডিসেম্বরের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে টেট মিলে যে কোনো অসুবিধা হবে না তা জানিয়ে রাজ্যকে প্রস্তাব দিতে পারে প্রাথমিক শিক্ষা পর্ষদ। সেই মতই ইতিমধ্যেই প্রস্তুতি কার্যত নিয়ে নিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ।
বিভিন্ন জেলা ভিত্তিক কত সংখ্যক পরীক্ষার্থী পরীক্ষা দিতে পারে তার আনুমানিক হিসাব ধরে ইতিমধ্যেই বিভিন্ন জেলায় কত পরীক্ষা কেন্দ্র লাগতে পারে তার তালিকা চেয়ে পাঠানো হয়েছিল। সূত্রের খবর ইতিমধ্যেই বিভিন্ন জেলার তালিকা এসে পৌঁছেছে পর্ষদে।
advertisement
advertisement
তবে ডিসেম্বরে প্রাথমিকের টেট নিতে গেলে বিজ্ঞাপন খুব দ্রুত দিতে হবে পর্ষদ কে। সেক্ষেত্রে এই দিনের এই বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ হচ্ছে বলে মনে করা হচ্ছে। যদিও গোটা বিষয় নিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল কোন প্রতিক্রিয়া দিতে চাননি।
advertisement
টেটের পাশাপাশি প্রাথমিকের নিয়োগ নিয়েও তৎপর প্রাথমিক শিক্ষা পর্ষদ। ইতিমধ্যেই রাজ্যজুড়ে প্রাথমিক স্কুলগুলিতে কত সংখ্যক শূন্য পদ রয়েছে তার তালিকা রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের থেকে চেয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। সূত্রের খবর বিভিন্ন জেলা থেকে রাজ্য স্কুল শিক্ষা দপ্তর সেই তালিকা চেয়েছে। সেক্ষেত্রে মনে করা হচ্ছে ২০ হাজারেরও বেশি শূন্য পদ রয়েছে রাজ্যজুড়ে বিভিন্ন প্রাথমিক স্কুলগুলিতে। যদিও সেই তালিকা এখনো হাতে পায়নি প্রাথমিক শিক্ষা পর্ষদ। আর তাই পঞ্চায়েত নির্বাচনের আগেই প্রাথমিকের টেট নেওয়ার তোড়জোড় পর্ষদের বলেই মনে করছে ওয়াকিবহল মহল। সেটা তো মনে করা হচ্ছে শুক্রবারে এই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণই হতে চলেছে।
view commentsLocation :
First Published :
September 23, 2022 1:39 PM IST