বমি-পেট খারাপ হলে সাবধান! কলকাতায় ফিরে এসেছে কলেরা রোগ, এবার আক্রান্ত ৪ বছরের শিশু

Last Updated:

স্টুল টেস্টে দেখা যায় কলেরা পজিটিভ এসেছে। নমুনা পরীক্ষায় ভিব্রিও কলেরি পজিটিভ পাওয়া যায়। জেনে রাখা দরকার, যে ব্যাকটেরিয়ার কারণে কলেরা হয়, তার নাম ভিব্রিও কলেরি। গত মাসেই তপসিয়ার বাসিন্দা এক যুবকের কলেরা ধরা পড়ে।

News18
News18
কলকাতা: আবারও কলকাতায় কলেরার থাবা। এবার আক্রান্ত চার বছরের এক শিশু। বেহালা পর্ণশ্রীর বাসিন্দা এই শিশু পিয়ারলেস হাসপাতালে চিকিৎসাধীন। ২ অগাস্ট ভর্তি করা হয় তাকে।
ডায়রিয়া, বমি, জ্বর, পেটে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয় শিশুটি। স্টুল টেস্টে দেখা যায় কলেরা পজিটিভ এসেছে। নমুনা পরীক্ষায় ভিব্রিও কলেরি পজিটিভ পাওয়া যায়। জেনে রাখা দরকার, যে ব্যাকটেরিয়ার কারণে কলেরা হয়, তার নাম ভিব্রিও কলেরি। গত মাসেই তপসিয়ার বাসিন্দা এক যুবকের কলেরা ধরা পড়ে।
দিন কয়েক আগেই কলেরার উপসর্গ নিয়ে বাইপাসের ধারের একটি হাসপাতালে ভর্তি হয় এক যুবক। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ওই যুবক কলকাতা পুরসভার ৬৭ নম্বর ওয়ার্ডের অন্তর্গত পিকনিক গার্ডেন রোডের বাসিন্দা। বৃহস্পতিবার রাতে বমি, পেটে যন্ত্রণার মতো একাধিক উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন ওই যুবক। এখন তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।
advertisement
advertisement
বর্ষায় বেড়েছে কলেরার প্রভাব। আতঙ্ক ছড়িয়েছে জেলায় জেলায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই শতাধিক মানুষ আক্রান্ত হয়েছেন এই রোগে। আতঙ্কের মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন তারা। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জল সরবরাহের জন্য ট্যাঙ্কার পাঠান হয়েছে। এ বিষয়ে গ্রামের বাসিন্দারা জানান, এক জায়গা থেকে জল নেওয়ার কারণে এই সংক্রমণ ছড়িয়েছে গোটা গ্রামে। বিশেষ করে গ্ৰামের মধ্যে থাকা দু’টি নলকূপ থেকে জলের মাধ্যমে রোগটি ছড়িয়েছে। এই রোগের প্রাদুর্ভাব জুলাই মাসের শুরু থেকেই দেখা যায়। বর্তমানে আক্রান্তের সংখ্যা শতাধিক। বিশুদ্ধ পানীয় জল, প্রত্যেককে মশারি দেওয়ার ও গ্রামের পুকুরগুলিতে ব্লিচিং পাউডার দেওয়ার দাবি জানিয়েছেন গ্রামবাসীরা।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
বমি-পেট খারাপ হলে সাবধান! কলকাতায় ফিরে এসেছে কলেরা রোগ, এবার আক্রান্ত ৪ বছরের শিশু
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement