Chiranjeet Chakraborty: বিজেপি বিধায়কের চ্যালেঞ্জ, চিরঞ্জিতের হাতযশ! বিধানসভায় বিরল দৃশ্য, দেখুন ভিডিও
- Published by:Debamoy Ghosh
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
এ দিন বিধানসভার তথ্য সংস্কৃতি বিষয়ক স্ট্যান্ডিং কমিটির বৈঠক ছিল৷ সেই বৈঠকেই উপস্থিত ছিলেন বিজেপি বিধায়ক অসীম সরকার৷
#কলকাতা: বিধানসভায় অধিকাংশ ইস্যুতেই দুই দলের বিধায়করা সম্মুখ সমরে অবতীর্ণ হন৷ মাঝে মধ্যেই চরম বিশৃঙ্খলা, কটূ কথাও বাদ যায় না৷ সেই বিধানসভাতেই এবার বিজেপি বিধায়কের চ্যালেঞ্জ গ্রহণ করলেন তৃণমূলের তারকা বিধায়ক চিরঞ্জিৎ চক্রবর্তী৷ তবে কোনও রাজনৈতিক ইস্যু নয়, গোটাটাই হল হাল্কা মেজাজে৷ সবমিলিয়ে শাসক-বিরোধী শিবিরের বিরল সৌজন্যেরই সাক্ষী থাকল বিধানসভা৷
এ দিন বিধানসভার তথ্য সংস্কৃতি বিষয়ক স্ট্যান্ডিং কমিটির বৈঠক ছিল৷ সেই বৈঠকেই উপস্থিত ছিলেন বিজেপি বিধায়ক অসীম সরকার৷ শাসক দলের পক্ষ থেকে ছিলেন চিরঞ্জিৎ চক্রবর্তী, রাজ চক্রবর্তী, সোহম চক্রবর্তী, কাঞ্চন মল্লিকের মতো টালিগঞ্জের পরিচিত মুখ এবং বিধায়করা৷ বৈঠকের ফাঁকেই চিরঞ্জিৎ চক্রবর্তীর কার্টুন আঁকার দক্ষতার বিষয়টি উঠে আসে৷ তখনই বারাসাতের তৃণমূল বিধায়কের জন্য চ্যালেঞ্জ ছুড়ে দেন বিজেপি-র বিধায়ক অসীম সরকার৷
advertisement
advertisement
চিরঞ্জিৎ জানান, যে কোনও একটি চিহ্ন এঁকে দিলেই ছবি দিতে পারবেন তিনি৷ সেই মতো অসীম সরকার একটি সাদা কাগজের উপরে ইংরেজির ৮-এর মতো দেখতে চিহ্ন এঁকে দেন৷ কয়েক মিনিটের মধ্যেই ইংরেজির সেই আটের মতো দেখতে চিহ্নকে একটি কার্টুনে পরিণত করেন চিরঞ্জিৎ৷ যা দেখে প্রশংসা না করে পারেননি অসীমবাবুও৷ চিরঞ্জিতের দক্ষতা অবাক চোখে দেখেন সোহম, রাজ, কাঞ্চনরাও৷
advertisement
আরও পড়ুন: বাড়ি ঘিরে ধরে গুলি, খাটের নীচে লুকিয়ে প্রাণ রক্ষা! আতঙ্কে কেঁদে ফেললেন ভাঙড়ের তৃণমূল নেতা
উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক আবার গোটা ঘটনার ধারাবিবরণী করে শোনান৷ মজা করে তিনি বলেন, 'আমাদেরটা তো সংস্কৃতি বিষয়ক কমিটি, তাই এখানে সংস্কৃতি চর্চাই চলছে৷' তবে বিধানসভার অধিবেশন, বৈঠকের ফাঁকে কার্টুন চর্চায় যে তাঁর আপত্তি নেই তা বুঝিয়ে দিয়েছেন চিরঞ্জিৎও৷ দলের অনুজ বিধায়কের উদ্দেশে তাঁর পরামর্শ, ভবিষ্যতে আরও ভাল কার্টুন আঁকার জন্য টেবিলে লাল এবং সবুজ কালির পেন যেন থাকে৷
advertisement
বিধানসভার স্ট্যান্ডিং কমিটির বৈঠক ছিল। সেখানেই বিজেপি বিধায়ক অসীম সরকার একটা চিহ্ন এঁকে দেন। সেই চিহ্ন থেকে কার্টুন করার চ্যালেঞ্জ দেওয়া হয়েছিল তৃণমূল বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তীকে। সঙ্গে সঙ্গেই কার্টুন এঁকে দিলেন চিরঞ্জিত।#ChiranjeetChakraborty #KanchanMullick pic.twitter.com/7psYGyTUoz
— News18Bangla (@News18Bengali) December 7, 2022
advertisement
কার্টুন এঁকে ওই কাগজে নিজের সইও করে দেন চিরঞ্জিৎ৷ তৃণমূল বিধায়কের আঁকা সেই ছবি সযন্তে রেখে দেন অসীম সরকার৷ চিরঞ্জিতের কার্টুন আঁকার দক্ষতা সম্পর্কে তাঁর পরিচিতরা অনেক দিনই ওয়াকিবহল৷ অতীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও অভিনেতা বিধায়কের এই গুণের প্রশংসা করেছেন৷
সাম্প্রতিক কালে অবশ্য শাসক-বিরোধী সৌজন্যের সাক্ষী থেকেছে রাজ্য বিধানসভা৷ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিজের ঘরে ডেকে কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আবার রাজ্যের নদী ভাঙনে প্রতিরোধে অর্থ বরাদ্দের দাবি নিয়ে দিল্লিতে সর্বদলীয় বিধায়কদের দল পাঠানোর বিষয়েও উদ্যোগী হয়েছেন মুখ্যমন্ত্রী৷ রাজ্যের এই প্রস্তাব খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বিরোধী দলনেতাও৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 07, 2022 3:12 PM IST