Chiranjeet Chakraborty: বিজেপি বিধায়কের চ্যালেঞ্জ, চিরঞ্জিতের হাতযশ! বিধানসভায় বিরল দৃশ্য, দেখুন ভিডিও

Last Updated:

এ দিন বিধানসভার তথ্য সংস্কৃতি বিষয়ক স্ট্যান্ডিং কমিটির বৈঠক ছিল৷ সেই বৈঠকেই উপস্থিত ছিলেন বিজেপি বিধায়ক অসীম সরকার৷

বিধানসভায় বিজেপি বিধায়ক অসীম সরকার এবং চিরঞ্জিৎ চক্রবর্তী৷
বিধানসভায় বিজেপি বিধায়ক অসীম সরকার এবং চিরঞ্জিৎ চক্রবর্তী৷
#কলকাতা: বিধানসভায় অধিকাংশ ইস্যুতেই দুই দলের বিধায়করা সম্মুখ সমরে অবতীর্ণ হন৷ মাঝে মধ্যেই চরম বিশৃঙ্খলা, কটূ কথাও বাদ যায় না৷ সেই বিধানসভাতেই এবার বিজেপি বিধায়কের চ্যালেঞ্জ গ্রহণ করলেন তৃণমূলের তারকা বিধায়ক চিরঞ্জিৎ চক্রবর্তী৷ তবে কোনও রাজনৈতিক ইস্যু নয়, গোটাটাই হল হাল্কা মেজাজে৷ সবমিলিয়ে শাসক-বিরোধী শিবিরের বিরল সৌজন্যেরই সাক্ষী থাকল বিধানসভা৷
এ দিন বিধানসভার তথ্য সংস্কৃতি বিষয়ক স্ট্যান্ডিং কমিটির বৈঠক ছিল৷ সেই বৈঠকেই উপস্থিত ছিলেন বিজেপি বিধায়ক অসীম সরকার৷ শাসক দলের পক্ষ থেকে ছিলেন চিরঞ্জিৎ চক্রবর্তী, রাজ চক্রবর্তী, সোহম চক্রবর্তী, কাঞ্চন মল্লিকের মতো টালিগঞ্জের পরিচিত মুখ এবং বিধায়করা৷ বৈঠকের ফাঁকেই চিরঞ্জিৎ চক্রবর্তীর কার্টুন আঁকার দক্ষতার বিষয়টি উঠে আসে৷ তখনই বারাসাতের তৃণমূল বিধায়কের জন্য চ্যালেঞ্জ ছুড়ে দেন বিজেপি-র বিধায়ক অসীম সরকার৷
advertisement
advertisement
চিরঞ্জিৎ জানান, যে কোনও একটি চিহ্ন এঁকে দিলেই ছবি দিতে পারবেন তিনি৷ সেই মতো অসীম সরকার একটি সাদা কাগজের উপরে ইংরেজির ৮-এর মতো দেখতে চিহ্ন এঁকে দেন৷ কয়েক মিনিটের মধ্যেই ইংরেজির সেই আটের মতো দেখতে চিহ্নকে একটি কার্টুনে পরিণত করেন চিরঞ্জিৎ৷ যা দেখে প্রশংসা না করে পারেননি অসীমবাবুও৷ চিরঞ্জিতের দক্ষতা অবাক চোখে দেখেন সোহম, রাজ, কাঞ্চনরাও৷
advertisement
উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক আবার গোটা ঘটনার ধারাবিবরণী করে শোনান৷ মজা করে তিনি বলেন, 'আমাদেরটা তো সংস্কৃতি বিষয়ক কমিটি, তাই এখানে সংস্কৃতি চর্চাই চলছে৷' তবে বিধানসভার অধিবেশন, বৈঠকের ফাঁকে কার্টুন চর্চায় যে তাঁর আপত্তি নেই তা বুঝিয়ে দিয়েছেন চিরঞ্জিৎও৷ দলের অনুজ বিধায়কের উদ্দেশে তাঁর পরামর্শ, ভবিষ্যতে আরও ভাল কার্টুন আঁকার জন্য টেবিলে লাল এবং সবুজ কালির পেন যেন থাকে৷
advertisement
advertisement
কার্টুন এঁকে ওই কাগজে নিজের সইও করে দেন চিরঞ্জিৎ৷ তৃণমূল বিধায়কের আঁকা সেই ছবি সযন্তে রেখে দেন অসীম সরকার৷ চিরঞ্জিতের কার্টুন আঁকার দক্ষতা সম্পর্কে তাঁর পরিচিতরা অনেক দিনই ওয়াকিবহল৷ অতীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও অভিনেতা বিধায়কের এই গুণের প্রশংসা করেছেন৷
সাম্প্রতিক কালে অবশ্য শাসক-বিরোধী সৌজন্যের সাক্ষী থেকেছে রাজ্য বিধানসভা৷ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিজের ঘরে ডেকে কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আবার রাজ্যের নদী ভাঙনে প্রতিরোধে অর্থ বরাদ্দের দাবি নিয়ে দিল্লিতে সর্বদলীয় বিধায়কদের দল পাঠানোর বিষয়েও উদ্যোগী হয়েছেন মুখ্যমন্ত্রী৷ রাজ্যের এই প্রস্তাব খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বিরোধী দলনেতাও৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Chiranjeet Chakraborty: বিজেপি বিধায়কের চ্যালেঞ্জ, চিরঞ্জিতের হাতযশ! বিধানসভায় বিরল দৃশ্য, দেখুন ভিডিও
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement