Nabanna: বারবার হাতির হানা লোকালয়ে, নবান্নে জরুরি বৈঠক করলেন মুখ্যসচিব, বিশেষ নির্দেশ জেলাশাসকদের
- Published by:Ankita Tripathi
- news18 bangla
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
বারবার হাতি লোকালয়ে ঢুকে পড়া নিয়ে উদ্বিগ্ন নবান্ন। অবিলম্বে সচেতনতামূলক প্রচার কর্মসূচি চালু করার নির্দেশ জেলাশাসকদের।
কলকাতা: বারবার হাতি লোকালয়ে ঢুকে পড়া নিয়ে উদ্বিগ্ন নবান্ন। অবিলম্বে সচেতনতামূলক প্রচার কর্মসূচি চালু করার নির্দেশ জেলাশাসকদের। এ বিষয়ে বৃহস্পতিবার বন দফতরের আধিকারিকদের সঙ্গে জরুরি বৈঠক করলেন মুখ্যসচিব। বৈঠকে উপস্থিত ছিলেন কয়েকটি জেলার জেলাশাসকও।
সূত্রের খবর অনুযায়ী, বৃহস্পতিবার নবান্নের বৈঠকে একাধিক নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব। নবান্নের জরুরি বৈঠকে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলার জেলাশাসক ও জেলার বন দফতরের আধিকারিকরা।
advertisement
advertisement
বৈঠকে মুখ্যসচিবের নির্দেশ, যে অঞ্চল গুলিতে হাতি আক্রমণের সংখ্যা বেশি সেই অঞ্চল গুলি এবং তার আশপাশের অঞ্চলগুলির বাসিন্দাদের মধ্যে সচেতনতামূলক কর্মসূচি করতে হবে। যে এলাকা গুলোতে হাতির সংখ্যা বেশি বা যাওয়া আসার প্রবণতা বেশি সেই এলাকাগুলোতে ‘এলিফ্যান্ট করিডর’ করা যায় নাকি তা নিয়ে পরিকল্পনা করতে হবে।
advertisement
সেইসঙ্গে মুখ্যসচিবের আরও নির্দেশ, সমীক্ষা করে ইলেকট্রিক ফেন্সিং আরও বাড়াতে হবে। প্রয়োজনে হাতির দলের মধ্যে থাকা একটি বা দুটি হাতিকে কলার পরাতে হবে যাতে তাদের গতিবিধি চিহ্নিত হয়। পাশাপাশি, আলিপুরদুয়ারের ঘটনা নিয়ে জেলার ফরেস্ট অফিসার ও জেলাশাসককে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ মুখ্যসচিবের।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 09, 2025 9:17 PM IST