ডেঙ্গি সংক্রমণ নিয়ে উদ্বিগ্ন নবান্ন, কয়েকটি জেলাকে বিশেষ নির্দেশ মুখ্যসচিবের

Last Updated:

শনিবার প্রতিটি জেলার জেলাশাসক ও মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন মুখ্যসচিব।

ডেঙ্গু নিয়ে বিশেষ নির্দেশ নবান্নের
ডেঙ্গু নিয়ে বিশেষ নির্দেশ নবান্নের
#কলকাতা: ডেঙ্গি সংক্রমণ প্রতিরোধ নিয়ে ফের আসরে নামতে হল নবান্নকেই। শনিবার প্রতিটি জেলার জেলাশাসক ও মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন মুখ্য সচিব। সেই বৈঠকেই লাগাতার ডেঙ্গি সংক্রমণ বেড়ে যাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। পাশাপাশি কয়েকটি জেলাকে বিশেষভাবে সতর্ক করেন শনিবারের বৈঠকে।
হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, জলপাইগুড়ি-সহ কয়েকটি জেলা মুখ্যসচিবের প্রশ্নের মুখে পড়ে। এই জেলাগুলিতে ডেঙ্গি সংক্রমণ কেন লাগাতার বাড়ছে তা নিয়ে প্রশ্ন করা হয়। সংক্রমণ কমানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করারও নির্দেশ দেওয়া হয় জেলা গুলিকে।
আরও পড়ুন: রেশনের সামগ্রী নিয়ে নিশানায় মমতা-সরকার, চাঞ্চল্যকর অভিযোগ শুভেন্দু অধিকারীর
আগামী সোমবার থেকে চার দিনের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রসঙ্গে জলপাইগুড়ি ও দার্জিলিং জেলার জেলাশাসককেও ডেঙ্গি সংক্রমণ নিয়ে বিশেষভাবে সতর্ক করেন। প্রসঙ্গত ডেঙ্গি সংক্রমণ কমানোর জন্য এদিনের বৈঠকে কয়েকটি দফতরের সচিবও উপস্থিত ছিলেন। হাসপাতালগুলিতে যাতে পর্যাপ্ত ব্যবস্থা থাকে সে বিষয়ে এদিনের বৈঠকে নির্দেশ দেন মুখ্যসচিব। সামনেই রয়েছে কালীপুজো, জগদ্ধাত্রী পুজো এবং ছটপুজো। সে ক্ষেত্রেও যাতে দফতর গুলি সতর্ক থাকে ডেঙ্গি সংক্রমণ নিয়ে তা নিয়েও এই দিনের বৈঠকে বলেন মুখ্য সচিব। প্রসঙ্গত, এর আগেও ডেঙ্গি সংক্রমণ নিয়ে নবান্নের তরফে একাধিক নির্দেশ দেওয়া হয়েছিল জেলাগুলিকে।
advertisement
advertisement
সংক্রমণ আটকানোর জন্য ভিলেজ রিসার্চ পার্সনের পাশাপাশি বিভিন্ন কর্পোরেশনগুলিতে কীভাবে পদক্ষেপ করা হবে তা নিয়ে গাইডলাইন দেওয়া হয়েছে নবান্নের তরফে। বৈঠকে বিধাননগর, কলকাতা, চন্দননগরের কর্পোরেশনগুলির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। রাজ্য থেকে বর্ষা বিদায় নেওয়ার পথে। কিন্তু যেখানে যেখানে জল জমেছে সেই জায়গাগুলিতেও যাতে বিশেষভাবে সতর্কতামূলক পদক্ষেপ করা হয় তা নিয়েও এই দিনের বৈঠকে বিশেষভাবে সতর্ক করেন মুখ্য সচিব। শনিবার প্রায় ৪০ মিনিটের বৈঠক করেন তিনি। নবান্ন গাইডলাইনগুলো ফলো করা হচ্ছে কিনা  তা নিয়েও পর্যালোচনা করা হয়। প্রসঙ্গত রাজ্যজুড়ে ডেঙ্গি সংক্রমণ ক্রমশই বাড়ছে।  উৎসবের মরসুমে যাতে বিশেষ সতর্কতা নেওয়া হয় তা নিয়ে সতর্ক করেন মুখ্যসচিব৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
ডেঙ্গি সংক্রমণ নিয়ে উদ্বিগ্ন নবান্ন, কয়েকটি জেলাকে বিশেষ নির্দেশ মুখ্যসচিবের
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement