কলেজে ভর্তিতে তোলাবাজি-চক্রের ঘটনা, শিক্ষামন্ত্রীকে তলব মুখ্যমন্ত্রীর
Last Updated:
কলেজে ভর্তিতে তোলাবাজির অভিযোগ গ্রেফতার করা হল জয়পুরিয়া কলেজের প্রাক্তন জিএস তিতান সাহাকে ৷
#কলকাতা: কলেজে ভর্তিতে তোলাবাজির অভিযোগ গ্রেফতার করা হল জয়পুরিয়া কলেজের প্রাক্তন জিএস তিতান সাহাকে ৷ সোমবার সকালে তিতানকে গ্রেফতার করে লালবাজারের গোয়েন্দা বিভাগ ৷ জয়া দত্তের ঘনিষ্ঠ বলে পরিচিত তিতান।
এর জেরে শিক্ষামন্ত্রীকে তলব করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷
advertisement
এছাড়াও, কলকাতা বিশ্ববিদ্যালয়ের টিএমসিপি ইউনিটের সদস্য তিতান। তিতানের বিরুদ্ধে ১৭টি অভিযোগ আসে। তোলাবাজি-চক্রে জড়িত আরও এক। সুরেন্দ্রনাথ কলেজের গ্রুপ ডি কর্মী রাতুল ঘোষের খোঁজে তল্লাশি। গতকাল রাতে রাতুলের বাড়িতে তল্লাশি। বাড়ি থেকে মার্কশিট-সহ প্রচুর নথি উদ্ধার।
advertisement
আরও পড়ুন: ছেলেধরা সন্দেহে পিটিয়ে মারা হল পাঁচজনকে
আশুতোষ কলেজে পুলিশি তৎপরতা ৷ ভর্তি প্রক্রিয়ায় তোলাবাজি রুখতে তৎপরতা ৷ কলেজে মোতায়েন সাদা পোশাকের পুলিশ ৷ ছাত্রনেতাদের জমায়েতে বাধা দিচ্ছে পুলিশ ৷ সোমবার থেকে কলেজগুলিতে পুলিশ মোতায়েন ৷ পুলিশ মোতায়েনের নির্দেশ মুখ্যমন্ত্রীর ৷ তারপরই আশুতোষ কলেজে দেখা গেল পুলিশ ৷
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 02, 2018 12:35 PM IST