আজ গণেশ চতুর্থী, মহারাষ্ট্র নিবাসে পুজো দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Last Updated:

পুজো উপলক্ষ্যে সাজের প্রশংসা শোনা গেল মুখ্যমন্ত্রীর গলায়।

#কলকাতা: মহারাষ্ট্র নিবাসে গণেশ চতুর্থীর পুজো দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এদিন সন্ধ্যায় হাজরার মহারাষ্ট্র নিবাস হলে আসেন তিনি। সাথে ছিলেন দলের নেতা সাংসদ সুব্রত বক্সী। পুজো উপলক্ষ্যে সাজের প্রশংসা শোনা গেল মুখ্যমন্ত্রীর গলায়। এদিন পুজো দেওয়ার পাশাপাশি, আয়োজকদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন তিনি। মহারাষ্ট্র নিবাসের ভিতরের একাংশ সংস্কারের বিষয়েও ফিরহাদ হাকিমকে সাহায্য করার কথাও বলেন তিনি৷
গণেশ চতুর্থী মানে ভগবান গণেশের জন্মবার্ষিকী। সেই উপলক্ষ্যে ৩১ অগাস্ট থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত অর্থাৎ ১১ দিন ধরে চলবে মহা ধুমধাম। ঘরে ঘরে তৈরি হবে ভগবান গণেশের প্রিয় মিষ্টি লাড্ডু আর মোদক।
advertisement
advertisement
আরও পড়ুন- প্রয়াত কংগ্রেস সুপ্রিমো সনিয়া গান্ধির মা! শেষকৃত্য সম্পন্ন হল ইতালিতেই
বুধবার, দেশজুড়ে পালিত হয়েছে গণেশ চতুর্থী। বিশেষ করে পশ্চিম ভারতে গণেশ পুজোর বিশেষ গুরুত্ব রয়েছে। শুধু নিজেদের বাড়ির পুজোই নয়, ঘটা করে সর্বত্রই আয়োজিত হয় গণপতির পুজো। করোনা অতিমারির কারণে মহারাষ্ট্র সহ দেশের অন্যত্র গত দুই বছর গণেশ চতুর্থীর জাঁকজমক অনেকটাই কম ছিল। ভিড় এড়াতে অনেক পুজো কর্তৃপক্ষই অনলাইনে প্রতিমা দর্শনের ব্যবস্থা করেছিল। তবে এবছর চেনা ছন্দে ফিরেছে মহারাষ্ট্র। সিদ্ধি বিনায়কের পুজোর উন্মাদনা এবার তুঙ্গে।
বাংলা খবর/ খবর/কলকাতা/
আজ গণেশ চতুর্থী, মহারাষ্ট্র নিবাসে পুজো দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement