Kolkata Book Fair 2022: সেন্ট্রালপার্ক হোক বইমেলা প্রাঙ্গন, সামনের বছর থেকে আন্তর্জাতিক সঙ্গীত মেলার প্রস্তাব মমতার

Last Updated:

Book Fair 2022: এ বারে বইমেলার থিম দেশ, বাংলাদেশ। কোভিডের কারণে যে বছর বইমেলা বন্ধ ছিল, সে বছর থিম দেশ ছিল বাংলাদেশ। এবারেও সেই দেশই থাকছে।

নিজস্ব চিত্র
নিজস্ব চিত্র
#কলকাতা: সোমবার সল্টলেক সেন্ট্রাল পার্ক প্রাঙ্গনে ৪৫তম কলকাতা বইমেলার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোভিড কালের বিধিনিষেধ কাটিয়ে তিলোত্তমা ফিরেছে পুরনো ছন্দে। সেই ছন্দে যুক্ত হয়েছে কলকাতা বইমেলাও। এ বারের বইমেলা তাই একটু আলাদা। কারণ, খরার পর বৃষ্টি আসার মতোই এ বারের বইমেলা এসেছে এক বছর বন্ধ থাকার পর। সেই কারণেই মেলা যেন একটু বেশি প্রাণবন্ত, একটু বেশি আগ্রহের।
সোমবার বইমেলার চিরায়ত উদ্বোধনের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে উঠে এসেছে স্মৃতি। কোভিড কালে অনেক কৃতি বাঙালিকে হারিয়েছে সমাজ। সন্ধ্যা মুখোপাধ্যায়, বাপি লাহিড়ি, পিকে থেকে সুরজিত সেনগুপ্তদের কথা তুলে এনেছেন মমতা। পাশাপাশি বলেছেন, ভারত বাংলাদেশ মৈত্রীর কথাও।
এ বারে বইমেলার থিম দেশ, বাংলাদেশ। কোভিডের কারণে যে বছর বইমেলা বন্ধ ছিল, সে বছর থিম দেশ ছিল বাংলাদেশ। এবারেও সেই দেশই থাকছে। মমতা বললেন, বাংলাদেশ আর বাংলা একই ভাষায় কথা বলতে পারা এক ভৌগলিক অঞ্চল, যা আন্তরিকতা ও আশীর্বাদে ভরা।
advertisement
advertisement
বইমেলা নিয়ে আবেগপ্রবণ মমতা বলেন, মানুষের সার্টিফিকেট পেয়েছে এই বইমেলা। আমরা যেমন ইউনেস্কোর তরফ থেকে সম্মান পেয়েছি। অনেকে বলেন এটা বইমেলা। আমি বলি বইবেলা। এত কাগজ, এত বৈচিত্র্য কোথায় পাওয়া যাবে। মিলন মেলা আমাদের যদিও তৈরি হয়ে যাবে। কিন্তু আপনাদের যেহেতু পছন্দ সেন্ট্রাল পার্ক। তাই এই মেলা মাঠের নাম দেওয়া হোক, বইমেলা প্রাঙ্গণ। ইন্টারন্যাশনাল ব্র‍্যান্ড যেহেতু তাই এটি সংযুক্ত হবে। আগামী বছর অন্তর্জাতিক সঙ্গীত মেলাও করব।
advertisement
চিরাচরিত প্রথায় এ বার বইমেলায় আছে রাশিয়ার স্টলও। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্য এই বিষয় নিয়ে মমতা বলেন, যুদ্ধ হচ্ছে। আমি বিশ্ব শান্তির পক্ষে। আমি একটা চিঠি প্রধানমন্ত্রীকে লিখেছি। ভারত এই যুদ্ধের সমাধান করে দিক। আমি বলব, স্টল দেখে বিক্ষোভ করবেন না। আমাদের বাংলার সংস্কৃতি আছে। আসুন বিশ্ব শান্তির প্রার্থনা করি। আর যুদ্ধ নয়। এটাই বইমেলায় প্রার্থনা হোক।
advertisement
আবীর ঘোষাল
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata Book Fair 2022: সেন্ট্রালপার্ক হোক বইমেলা প্রাঙ্গন, সামনের বছর থেকে আন্তর্জাতিক সঙ্গীত মেলার প্রস্তাব মমতার
Next Article
advertisement
West Bengal Weather Update: ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? বড় আপডেট দিল হাওয়া অফিস
ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? রইল বড় আপডেট
  • ভাইফোঁটার পরই আবহাওয়ায় বদলের সম্ভাবনা৷

  • বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷

  • আগামী সপ্তাহে উত্তরবঙ্গেও বৃষ্টি৷

VIEW MORE
advertisement
advertisement