'GST তে কেন্দ্রের কোনও কৃতিত্ব নেই', খিদিরপুরে পুজো উদ্বোধনে এসে বিস্ফোরক মুখ্যমন্ত্রী!
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
খিদিরপুরে পুজো উদ্বোধনে এসে কেন্দ্রকে একহাত নিলেন মুখ্যমন্ত্রী পুজো উদ্বোধন। GST নিয়ে কেন্দ্রের কোনও কৃতিত্ব নেই বলে জানান তিনি। এমনকি কেন্দ্রের এক পয়সাও খরচ হয়নি বলে দাবি করেন তিনি।
কলকাতা: খিদিরপুরে পুজো উদ্বোধনে এসে কেন্দ্রকে একহাত নিলেন মুখ্যমন্ত্রী পুজো উদ্বোধন। GST নিয়ে কেন্দ্রের কোনও কৃতিত্ব নেই বলে জানান তিনি। এমনকি কেন্দ্রের এক পয়সাও খরচ হয়নি বলে দাবি করেন তিনি।
এই প্রসঙ্গে তিনি বলেন, “GST তে কেন্দ্রের কোনও কৃতিত্ব নেই। কেন্দ্রের এক পয়সা খরচ হয়নি। ক্রেডিট নিচ্ছে একজন। আর আত্মনির্ভরশীলতার কথা বলছেন। যারা প্রচার করছেন তারা টাকা দেবেন তো? সব টাকা তো বন্ধ। আবার ২০ হাজার কোটি রেভিনিউ লস হলে। সরকার চালাব কি করে? আমাদের জিএসটিতে থেকে কাটা হল। দেওয়ার বদলে নিজেরা নাম নিচ্ছে। অন্য রাজ্যকে ঘুরিয়ে টাকা দেবে। আমাদের দেবে না।”
advertisement
শুধু কেন্দ্রকে কটাক্ষই নয়, এইদিনের অনুষ্ঠানে স্কুলের কচিকাঁচাদের সঙ্গে সুন্দর সময় অতিবাহিত করেন মুখ্যমন্ত্রী।
advertisement
তিনি বলেন, “তোমরা কন্যাশ্রী গান জানো? স্কুলে তোমাদের শেখায় না? শিক্ষিকাদের বলবে শিক্ষক দিবসে এই গান শেখাতে।”
এরপরেই তিনি বলেন, “আমি যতদিন বাঁচব, সুস্থ থাকব এখানে আসব। আমার পরিচিত পাড়া। আমার এখানে সবাই পরিচিত। এটা আমার নিজের পাড়া। এরা দারুণ পুজো করেছে। খেটে ভালো কাজ করেছে। মাটি আমার গর্ব। সবাই এখানে আছে। খিদিরপুরের মাটিতে যা করেছে তা সবার এসে দেখা উচিত। মাটির ভাবনা এরা করেছে। সেই মেধা আসল মেধা যা মানুষ সৃষ্টি করে।”
advertisement
পুজো উদ্বোধনে এসে তিনি আরও বলেন, “এই পাড়ায় আমি অমর মুখার্জির বাড়ি আসতাম। রাজনীতির শুরুতে কংগ্রেস নেতার বাড়িতে আসতাম। এদের পুজো দারুণ। এখানে সব কমিউনিটি আছে। এটাই একত্রিত হওয়া ভারত। সবাই মায়ের ডাকে এক হয়েছে। এটাই আমাদের বড় পাওনা। বৈচিত্র্যর মধ্যে ঐক্য। একতাই আমাদের শক্তি, সব ভাষা আমার প্রিয়। কিন্তু মাতৃভাষা আমাদের অস্মিতা।”
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 22, 2025 6:20 PM IST