সম্পত্তি বিল নিয়ে ধুন্ধুমার, বিধানসভাকাণ্ডের প্রতিবাদে অধিবেশন বয়কট বিরোধীদের

বুধবারের পর বৃহস্পতিবারও সমান উত্তপ্ত বিধানসভা ৷ বিধানসভায় অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের ভূমিকায় ক্ষুব্ধ বিরোধীরা ৷

  • Last Updated :
  • Share this:

    #কলকাতা: বুধবারের পর বৃহস্পতিবারও সমান উত্তপ্ত বিধানসভা ৷ বিধানসভায় অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের ভূমিকায় ক্ষুব্ধ বিরোধীরা ৷ বিরোধী দলনেতা আবদুল মান্নানকে সাসপেন্ডের ঘটনায় তীব্র অসন্তোষ দেখিয়ে এক যোগে বিক্ষোভে নেমেছেন বামফ্রন্ট ও কংগ্রেস বিধায়কেরা ৷ এমনকি এই সিদ্ধান্তের প্রতিবাদে শুক্রবারও চলবে বিক্ষোভ ৷ বাজেট অধিবেশনও বয়কট করা হবে বলে জানিয়েছে বামফ্রন্ট ও কংগ্রেস ৷

    বৃহস্পতিবার সকাল থেকেই গতকালের ঘটনার প্রতিবাদে প্ল্যাকার্ড ঝুলিয়ে বিধানসভা চত্বরে বিক্ষোভ দেখাচ্ছে বাম-কংগ্রেস ৷ অন্যদিকে, বিরোধীশূন্য বিধানসভায় চলছে অধিবেশন ৷ একইসঙ্গে বিরোধীদের ছাড়া সম্পত্তি রক্ষা বিল পাশ করানোর পদক্ষেপের তীব্র নিন্দা করেছে বামেরা ৷ সম্পত্তি বিল ইস্যুতে বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তীর মন্তব্য, ‘কালা বিল এনেছে সরকার ৷ বিরোধীশূন্য রাজ্য চায় সরকার ৷ পঞ্চায়েত, পুরসভা দখলের চেষ্টায় বিধায়কদের কারাগারে বন্দির ছক করেছে সরকার ৷ বিল পাশ করে সেই পরিকল্পনাই বাস্তবায়নের পথে এগোল সরকার ৷’

    গতকাল সম্পত্তি বিল সংশোধনীর প্রতিবাদে বাম সরকারের আমলে তৃণমূলের বিধানসভা ভাঙচুরের ছবি পোস্টার বানিয়ে নিয়ে এদিন কক্ষে আসেন কংগ্রেস বিধায়ক ও বিরোধী দলনেতা আবদুল মান্নান ৷ অধ্যক্ষ সেই পোস্টার দেখাতে বারণ করা সত্ত্বেও মান্নান তা করায় তাঁকে সাসপেন্ড করেন স্পিকার ৷

    এরপরই উত্তাল হয়ে উঠে বিধানসভা ৷ কক্ষ থেকে বেরতে অস্বীকার করায় বিরোধী দলনেতাকে মার্শাল ডেকে কক্ষ থেকে বের করে দেওয়ার নির্দেশ দেয় অধ্যক্ষ ৷ প্রথমে তর্কাতর্কি থেকে ঘটনা গড়াল হাতাহাতিতে।স্পিকারের ন্যায়দন্ড নিয়েও টানাটানি শুরু হয়।

    বাধা দেওয়ায় মার্শাল ও নিরাপত্তারক্ষীদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন বাম-কং বিধায়করা ৷ এরই মাঝে ধাক্কাধাক্কিতে অসুস্থ হয়ে পড়ে কংগ্রেস বিধায়ক আবদুল মান্নান ৷ একে অন্যের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলছেন সরকার ও বিরোধী শিবিরের বিধায়করা।

    অসুস্থ বিধায়ককে নিয়ে সভাকক্ষ ছাড়েন বিরোধীরা ৷ এর পরই ধ্বনি ভোটে পাস হয় বিল।

    অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তের প্রতিবাদে বাজেট পেশের দিনও অধিবেশন বয়কট করার কথা বললেন বিরোধীরা ৷ বিরোধীশূন্য বিধানসভায় সরকারের বাজেট পেশের পাল্টা বিকল্প বাজেট পেশ করবে বিরোধীরা ৷

    First published:

    Tags: Abdul Mannan, Assembly Agitation, Budget Boycott, Congress, Left Front, Opposition Party