সম্পত্তি বিল নিয়ে ধুন্ধুমার, বিধানসভাকাণ্ডের প্রতিবাদে অধিবেশন বয়কট বিরোধীদের

Last Updated:

বুধবারের পর বৃহস্পতিবারও সমান উত্তপ্ত বিধানসভা ৷ বিধানসভায় অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের ভূমিকায় ক্ষুব্ধ বিরোধীরা ৷

#কলকাতা: বুধবারের পর বৃহস্পতিবারও সমান উত্তপ্ত বিধানসভা ৷ বিধানসভায় অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের ভূমিকায় ক্ষুব্ধ বিরোধীরা ৷ বিরোধী দলনেতা আবদুল মান্নানকে সাসপেন্ডের ঘটনায় তীব্র অসন্তোষ দেখিয়ে এক যোগে বিক্ষোভে নেমেছেন বামফ্রন্ট ও কংগ্রেস বিধায়কেরা ৷ এমনকি এই সিদ্ধান্তের প্রতিবাদে শুক্রবারও চলবে বিক্ষোভ ৷ বাজেট অধিবেশনও বয়কট করা হবে বলে জানিয়েছে বামফ্রন্ট ও কংগ্রেস ৷
বৃহস্পতিবার সকাল থেকেই গতকালের ঘটনার প্রতিবাদে প্ল্যাকার্ড ঝুলিয়ে বিধানসভা চত্বরে বিক্ষোভ দেখাচ্ছে বাম-কংগ্রেস ৷ অন্যদিকে, বিরোধীশূন্য বিধানসভায় চলছে অধিবেশন ৷ একইসঙ্গে বিরোধীদের ছাড়া সম্পত্তি রক্ষা বিল পাশ করানোর পদক্ষেপের তীব্র নিন্দা করেছে বামেরা ৷ সম্পত্তি বিল ইস্যুতে বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তীর মন্তব্য, ‘কালা বিল এনেছে সরকার ৷ বিরোধীশূন্য রাজ্য চায় সরকার ৷ পঞ্চায়েত, পুরসভা দখলের চেষ্টায় বিধায়কদের কারাগারে বন্দির ছক করেছে সরকার ৷ বিল পাশ করে সেই পরিকল্পনাই বাস্তবায়নের পথে এগোল সরকার ৷’
advertisement
গতকাল সম্পত্তি বিল সংশোধনীর প্রতিবাদে বাম সরকারের আমলে তৃণমূলের বিধানসভা ভাঙচুরের ছবি পোস্টার বানিয়ে নিয়ে এদিন কক্ষে আসেন কংগ্রেস বিধায়ক ও বিরোধী দলনেতা আবদুল মান্নান ৷ অধ্যক্ষ সেই পোস্টার দেখাতে বারণ করা সত্ত্বেও মান্নান তা করায় তাঁকে সাসপেন্ড করেন স্পিকার ৷
advertisement
এরপরই উত্তাল হয়ে উঠে বিধানসভা ৷ কক্ষ থেকে বেরতে অস্বীকার করায় বিরোধী দলনেতাকে মার্শাল ডেকে কক্ষ থেকে বের করে দেওয়ার নির্দেশ দেয় অধ্যক্ষ ৷ প্রথমে তর্কাতর্কি থেকে ঘটনা গড়াল হাতাহাতিতে।স্পিকারের ন্যায়দন্ড নিয়েও টানাটানি শুরু হয়।
advertisement
বাধা দেওয়ায় মার্শাল ও নিরাপত্তারক্ষীদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন বাম-কং বিধায়করা ৷ এরই মাঝে ধাক্কাধাক্কিতে অসুস্থ হয়ে পড়ে কংগ্রেস বিধায়ক আবদুল মান্নান ৷ একে অন্যের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলছেন সরকার ও বিরোধী শিবিরের বিধায়করা।
অসুস্থ বিধায়ককে নিয়ে সভাকক্ষ ছাড়েন বিরোধীরা ৷ এর পরই ধ্বনি ভোটে পাস হয় বিল।
অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তের প্রতিবাদে বাজেট পেশের দিনও অধিবেশন বয়কট করার কথা বললেন বিরোধীরা ৷ বিরোধীশূন্য বিধানসভায় সরকারের বাজেট পেশের পাল্টা বিকল্প বাজেট পেশ করবে বিরোধীরা ৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
সম্পত্তি বিল নিয়ে ধুন্ধুমার, বিধানসভাকাণ্ডের প্রতিবাদে অধিবেশন বয়কট বিরোধীদের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement