'কাল বুকে রাষ্ট্রপতির ছবি, আজ মশার ছবি!' বিজেপিকে তোপ চন্দ্রিমার

Last Updated:

TMC: মঙ্গলবার সকাল থেকেই উত্তপ্ত রাজ্য বিধানসভা।

শুভেন্দু অধিকারী এবং চন্দ্রিমা ভট্টাচার্য। (ফাইল ছবি)
শুভেন্দু অধিকারী এবং চন্দ্রিমা ভট্টাচার্য। (ফাইল ছবি)
#কলকাতা: মঙ্গলবার সকাল থেকেই উত্তপ্ত রাজ্য বিধানসভা। ডেঙ্গি পরস্থিতি নিয়ে বিধানসভায় এদিন আলোচনার দাবি করে বিজেপি। কিন্তু পদ্ম শিবিরের অভিযোগ সেই প্রস্তাব নাকচ করে দেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। পরে বিধানসভার বাইরে এসে রাজ্যের তৃণমূল সরকারকে একের পর এক কটাক্ষ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
বিষয়টি নিয়ে শুভেন্দুকে পাল্টা কটাক্ষ করলেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এদিন বিধানসভায় ডেঙ্গি নিয়ে ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করে বিজেপি শিবির। এমনকি মশারি নিয়ে মিছিল করেন বিজেপি বিধায়করা। বিধানসভার সামনে রাস্তায় গিয়ে মশারি বিলি করা হয়। বাসযাত্রী, চালক, ট্যাক্সি চালকদের হাতে মশারি তুলে দেন শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়করা। ডেঙ্গি নিয়ে রাজ্য তথ্য গোপন করছে বলে অভিযোগ তুলেছে বিজেপি শিবির।
advertisement
advertisement
এর পাল্টা জবাব দিয়েছে তৃণমূল কংগ্রেস। রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন, "কাল যাঁর বুকে রাষ্ট্রপতির ছবি ছিল। আজ তাঁর বুকে মশার ছবি। নিজেরা কী দায়িত্ব পালন করেন, সেটা আগে জানাক। রাজ্য প্রশাসন যথাযথ কাজই করছে। বিক্ষোভের নামে আসলে মিডিয়ার নজর কাড়ছে। প্রতিদিন মানুষ এক মুখ দেখলে বিরক্ত হবেন। আসলে নাটকবাজি করছে বিজেপি। ডেঙ্গি নিয়ে যা করবার সরকার করছে। ওঁরা মানুষকে সচেতন করতে কী কী পদক্ষেপ নিচ্ছেন ওঁদের নিজেদের এলাকায়, সেটা আগে বলুক।"
advertisement
এদিন বিক্ষোভের সময় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, "আজকে ডেঙ্গি নিয়ে মুলতুবির প্রস্তাব আমরা আনব জেনেই, মুখ্যমন্ত্রী গতকাল একটা রিভিউ মিটিং করেছেন। আমরা দাবি করেছিলাম, হাউসে বিবৃতি অন্তত সরকার দিক। কিন্তু এই রাজ্য সরকার কোনও কথা শুনতে নারাজ। অধ্যক্ষ মহাশয় বললেন, আপনাদের পড়তে দিয়েছি, এটাই ঠিক আছে। আর কোনও আলোচনা হবে না। তাই আমরা বিধানসভায় বিক্ষোভ দেখিয়েছি।"
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
'কাল বুকে রাষ্ট্রপতির ছবি, আজ মশার ছবি!' বিজেপিকে তোপ চন্দ্রিমার
Next Article
advertisement
West Bengal Weather Update: হাড়কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি, কিছুটা বাড়ল তাপমাত্রা, থাকবে কুয়াশার দাপট, ফের ঠান্ডা বাড়বে কবে? জেনে নিন
হাড়কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি, কিছুটা বাড়ল তাপমাত্রা, ফের ঠান্ডা বাড়বে কবে?
  • হাড়কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি

  • কিছুটা বাড়ল তাপমাত্রা

  • ফের ঠান্ডা বাড়বে কবে?

VIEW MORE
advertisement
advertisement