Theme Puja: আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে চালতাবাগানের থিম প্রকাশ, "আমি বাংলায় বলছি"

Last Updated:

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আসন্ন দুর্গাপুজোর থিম ঘোষণা শহরের পুজো উদ্যোক্তাদের। চালতাবাগান সর্বজনীনের এবারে নতুন থিম 'আমি বাংলায় বলছি'।

চালতাবাগানের নতুন থিম প্রকাশ। (প্রতীকী ছবি)
চালতাবাগানের নতুন থিম প্রকাশ। (প্রতীকী ছবি)
কলকাতা: আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আসন্ন দুর্গাপুজোর থিম ঘোষণা শহরের পুজো উদ্যোক্তাদের। চালতাবাগান সর্বজনীনের এবারে নতুন থিম ‘আমি বাংলায় বলছি’।
২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দিন থিম ঘোষণা করল চালতাবাগান সর্বজনীন। এই থিমের ভাবনায় রয়েছেন প্রদীপ্ত কর্মকার।
প্রতিবছরই নতুন নতুন ভাবনায় দর্শনার্থীদের চমকে দেন এই দুর্গাপুজো কমিটি। এবারের নতুন থিমও দর্শনার্থীদের চমকে দেবেন বলেই আশা পুজো উদ্যোক্তাদের।
advertisement
advertisement
প্রসঙ্গত, গত বছর ৮০ বছরে পা দিয়েছিল চালতাবাগান সর্বজনীনের পুজো। এ বছরের তাদের থিম ‘অন্তর্লোক’। গতবছর মণ্ডপের চার দিক আয়নার কারুকাজে মোড়া ছিল। দর্শনার্থীরা যে দিকেই তাকাবেন, নিজের প্রতিবিম্বকে দেখতে পাচ্ছিলেন বিভিন্ন রূপে। চেনা যাচ্ছিল নিজের অন্তর্লোক।
advertisement
এবার বাংলা ভাষার প্রতি নতুন অন্তর্দৃষ্টি দেখাতে চাইছেন এই পুজোর উদ্যোক্তারা।
কীভাবে যাবেন?
বিধাননগর থেকে ডি এল রায় স্ট্রিটে শিমলা এলাকায় মাচুয়াবাজারের কাছে বিবেকানন্দ বাস স্টপেজে নেমেই সামনে এই চালতাবাগান সর্বজনীন।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Theme Puja: আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে চালতাবাগানের থিম প্রকাশ, "আমি বাংলায় বলছি"
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement