কলকাতার কাছে নতুন বিমানবন্দর গড়তে চায় কেন্দ্র

Last Updated:

রাজ্যে অত্যাধুনিক বিমানবন্দর করতে চেয়ে চিঠি পাঠাল এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া। কলকাতার খুব কাছে তারা বিমানবন্দরের জন্য জমি চায়।

#কলকাতা: রাজ্যে অত্যাধুনিক বিমানবন্দর করতে চেয়ে চিঠি পাঠাল এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া। কলকাতার খুব কাছে তারা বিমানবন্দরের জন্য জমি চায়। রাজ্যের বক্তব্য কল্যাণী, বারাসত-বসিরহাট বা সিঙ্গুরের কাছে তারা জমি দিতে পারবে। অন্ডালকে তৃতীয় বিমানবন্দর হিসেবে রাজ্য চাইলেও, তাতে আগ্রহী নয় কেন্দ্র।
কলকাতা ও বাগডোগরা, রাজ্যের দুটি বিমানবন্দর। দেশের মেট্রো শহর কলকাতায় আরও একটি বিমানবন্দর করতে চায় কেন্দ্র। ইতিমধ্যেই এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে রাজ্যের কাছে বিমানবন্দরের জন্য জমি চেয়ে চিঠি পাঠিয়েছে। কেন্দ্রের প্রস্তাব কলকাতার খুব কাছে প্রায় ৬০০ একর জমি প্রয়োজন নয়া বিমানবন্দর করার জন্য। রাজ্যের তরফ থেকে অবশ্য জানানো হয়েছে কলকাতার কাছে একলপ্তে ৬০০ একর জমি কার্যত নেই। যদি রাজ্যে নয়া বিমানবন্দর করতে হয় তাহলে অন্ডাল বিমানবন্দরের পরিকাঠামো উন্নয়ন করে তা নয়া বিমানবন্দর হিসাবে গড়ে তোলা হোক।
advertisement
অন্ডাল নিয়ে রাজ্যের যুক্তি
advertisement
বিমানবন্দর টার্মিনাল, রানওয়ে ও এটিসি টাওয়ার রয়েছে
বোয়িং বিমান ওঠানামার ব্যবস্থা রয়েছে এই বিমানবন্দরে
অন্ডাল বিমানবন্দর ২ নম্বর জাতীয় সড়কের খুব কাছে অবস্থিত
হাওড়া ও শিয়ালদহ থেকে অন্ডাল পর্যন্ত দ্রুত গতির ট্রেন চালানোর জন্য প্রস্তাব ইতিমধ্যেই রাজ্য কেন্দ্রের কাছে পাঠিয়েছে
advertisement
অন্ডালে বিমানবন্দর হলে শিল্পাঞ্চলের সুবিধা হবে
বিমানবন্দর কাছে হওয়ায় ওই অঞ্চলে শিল্পে বিনিয়োগের সম্ভাবনা বাড়বে
রাজ্যের এই প্রস্তাবে অবশ্য রাজি নয় কেন্দ্র। কেন্দ্রের বক্তব্য
কলকাতা বিমানবন্দর ও অন্ডাল বিমানবন্দরে বিমান পার্কিংয়ের জায়গা কম
দুই বিমানবন্দরে নতুন করে পার্কিং বে বাড়ানোর সম্ভাবনা নেই
advertisement
কলকাতা বিমানবন্দরে এমনিতেই অন্তঃদেশীয় বিমানের চাপ বেশি
কলকাতা বিমানবন্দরের রানওয়ে সংষ্কার হলেও রানওয়ে তৈরি হয় বহু বছর আগে
এখন যে বড় বিমান ওঠানামা করে তার জন্য অসুবিধা হয়
কলকাতা বিমানবন্দর বাড়ানোর মতো পরিস্থিতি নেই
দিল্লির মতো নয়া বিমানবন্দর করতেই হবে
advertisement
অন্ডাল নিয়ে একেবারেই রাজি না হলে রাজ্য অবশ্য বিকল্প জায়গার প্রস্তাব দিয়েছে। তার মধ্যে রয়েছে বারসাত ও বসিরহাটের মধ্যে, কল্যাণী ও ডানকুনির কাছে। সূত্রের খবর, চলতি সপ্তাহেই রাজ্যে আসছেন এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার প্রতিনিধিরা। রাজ্যের এই তিন জায়গা তারা পরিদর্শন করবেন। অন্যদিকে মালদহ ও বালুরঘাট বিমানবন্দরের পরিকাঠামো উন্নয়নে কেন্দ্র তাদের সাহায্যের কথা ঘোষণা করবে।
বাংলা খবর/ খবর/কলকাতা/
কলকাতার কাছে নতুন বিমানবন্দর গড়তে চায় কেন্দ্র
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement