Indian Railways: রাজ্য দিচ্ছে না ছোট ছোট জমি, আটকে যাচ্ছে মেট্রো থেকে রেলের উন্নয়ন প্রকল্প, মমতার সরকারকে যা বললেন বিজেপির মন্ত্রী

Last Updated:

* ফের জমি জট নিয়ে রাজ্যকে খোঁচা রেলমন্ত্রীর।

মমতার সরকার নাকি জমি দিতে গড়িমসি করছে অভিযোগ অশ্বিনী বৈষ্ণবের
মমতার সরকার নাকি জমি দিতে গড়িমসি করছে অভিযোগ অশ্বিনী বৈষ্ণবের
কলকাতা: এবার রেলমন্ত্রীর খোঁচা তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়কে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে রাজনীতির ঊর্ধে উঠে কাজ করার আবেদন রেলমন্ত্রীর। এদিন নয়া ট্রেন উদ্বোধনের অনুষ্ঠানে হাওড়ার সাঁতরাগাছিতে আসেন রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সেখানেই তিনি বললেন, যেখানে মানুষের পরিষেবার বিষয়, এখানে উচিত রাজনীতির ঊর্ধ্বে উঠে কাজ করা। জমি না দিলে রেল প্রকল্প সম্ভব হবে না। রাজনীতির উর্ধ্বে উঠে যদি কাজ করে তাহলে সাধারণ মানুষের জন্য সুবিধা হবে। সাধারণ মানুষের আশীর্বাদ না থাকলে সব কাজ করা সম্ভব না।
কিন্তু যদি জমি না পাওয়া যায় এবং রাজ্য সরকার যদি রাজনীতির ঊর্ধ্বে না উঠতে পারেন তাহলে রেল প্রকল্পগুলি আর বাস্তবায়ন হবে না। এদিন রেল মন্ত্রী বলেন আমি তালিকা দিতে পারি, কী কী প্রকল্প আটকে জমির অভাবে —
রেল প্রকল্প নিয়ে রাজ্যকে তোপ কেন্দ্রের
advertisement
advertisement
রেল প্রকল্প নিয়ে রাজ্যকে তোপ কেন্দ্রের
*শুধুমাত্র ৮০০ বর্গমিটার জমি পাওয়া যাচ্ছে না বলে খিদিরপুর মেট্রো প্রকল্প আটকে। (যদিও রাজ্যের বক্তব্য গত বৃহস্পতিবার এই জমি দেওয়া হয়েছে)
*চিংড়িঘাটা প্রকল্প আটকে ট্রাফিকের অনুমতির জন্য।
*বিষ্ণুপুর-তারকেশ্বর লাইন মাত্র ২ কিলোমিটার জমি দরকার। ৬০ কিলোমিটার লাইন বসানো হয়ে গিয়েছে। কিন্তু সামান্য জমি না পাওয়ায় গোটা প্রকল্প আটকে।
advertisement
*হিলি-বালুরঘাট লাইন অনেক কষ্টে চালু করা গিয়েছে।
*নন্দীগ্রাম জমির অভাবে রেললাইন আটকে।
এদিন রেল মন্ত্রী বলেন, আমি হাত জোড় করে আবেদন করব, রাজ্য সরকার যেন রাজনীতির উর্ধ্বে উঠে কাজ করে। তাহলে সাধারণ মানুষের সুবিধা হবে।মঞ্চে তৃণমূল সংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়ের কাছে রীতিমতো অনুযোগ সহকারে জমি সমস্যা মিটানোর দাবি করলেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।
advertisement
একইসঙ্গে দিলেন খোঁচা। তিনি বললেন, মেট্রো পরিষেবা সম্প্রসারণ হোক বা নতুন লাইন পাতা, কোনরকম সহযোগিতা রাজ্য প্রশাসনের তরকে পাওয়া যায় না। ৬১টি রেল প্রকল্প আটকে রয়েছে শুধুমাত্র জমির অভাবে। ভাই আমি প্রসূন বন্দ্যোপাধ্যায় মহাশয়কে বলবো, তাদের তরফে যেন একটু সাহায্য করা হয় রেলকে। রেল প্রকল্পগুলি বাস্তবায়ন করা সম্ভব হবে না। প্রসূন বন্দোপাধ্যায়রা যদি সহযোগিতা না করেন তাহলে সমস্যায় পড়বে রেল।
advertisement
Abir Ghosal
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Indian Railways: রাজ্য দিচ্ছে না ছোট ছোট জমি, আটকে যাচ্ছে মেট্রো থেকে রেলের উন্নয়ন প্রকল্প, মমতার সরকারকে যা বললেন বিজেপির মন্ত্রী
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ রাজ্য জুড়ে, আগামী ক’দিন কেমন থাকবে আবহাওয়া, দেখে নিন
শীতের আমেজ রাজ্য জুড়ে, আগামী ক’দিন কেমন থাকবে আবহাওয়া, দেখে নিন
  • শীতের আমেজ রাজ্য জুড়ে

  • আগামী ক’দিন কেমন থাকবে আবহাওয়া

  • দেখে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement