Nabanna: ১০০ দিনের কাজ পর্যবেক্ষেণে রাজ্যে কেন্দ্রীয় দল, ১২ জেলায় পরিদর্শন

Last Updated:

কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রকের যুগ্ম সচিব চিঠি দিয়েছে নবান্নকে। নবান্নের তরফে জেলাগুলির প্রশাসনকে কেন্দ্রীয় দলকে সহযোগিতা করার কথা বলা হয়েছে বলে সূত্রের খবর।

নবান্ন
নবান্ন
কলকাতা: বঙ্গে ফের কেন্দ্রীয় দল। এবার ১০০ দিনের গ্রামীণ কর্মসংস্থান প্রকল্প নিয়ে পরিদর্শন করতে এ রাজ্যে আসছে কেন্দ্রীয় দল। বিষয়টি নবান্নকে চিঠি দিয়ে জানিয়েছেন কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রকের যুগ্ম সচিব। চিঠিতে জানানো হয়েছে, রাজ্যের ১২ জেলায় পরিদর্শন সারবে 'ন্যাশনাল লেবেল মনিটরিং' দল। নবান্ন সূত্রে খবর, শুধু এ রাজ্য নয়,আরও ২৫টি রাজ্যে পরিদর্শন করবে কেন্দ্রীয় দল। যার মধ্যে রয়েছে উত্তরপ্রদেশও।
নবান্ন সূত্রের খবর, এ রাজ্যের পূর্ব বর্ধমান, নদিয়া,মুর্শিদাবাদ,মালদহ, বীরভূম, আলিপুরদুয়ার, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব বর্ধমান--- এই ১২ জেলায় পরিদর্শন করবে কেন্দ্রীয় দল। তবে শুধু ১০০ দিনের গ্রামীণ কর্মসংস্থান প্রকল্প নিয়ে নয়, প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা নিয়েও এই দল পরিদর্শন সারবে বলে জানা গিয়েছে।
advertisement
advertisement
এর আগেও ১০০ দিনের গ্রামীণ কর্মসংস্থান প্রকল্প নিয়ে পরিদর্শন করে গিয়েছে কেন্দ্রীয় দল। যদিও ১০০ দিনের গ্রামীণ কর্মসংস্থান প্রকল্পের টাকা এখনও রাজ্যকে দেওয়া হয়নি বলে বারবার সড়ক হয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের কাছ থেকে ১০০ দিনের কাজের জন্য ৬২০০ কোটি টাকা পায় রাজ্য। এ কথা বলে বারবার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। তার মধ্যেই ১০০ দিনের গ্রামীণ কর্মসংস্থান প্রকল্প নিয়ে কেন্দ্রীয় দল রাজ্যে আসায় বিষয়টি গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
advertisement
আরও পড়ুন: ৫৬-৪৩-এর পর ৫০ লক্ষ! শহরে ফের উদ্ধার টাকা, পুলিশের জালে ২
১০০ দিনের গ্রামীণ কর্মসংস্থান প্রকল্পের টাকা না পেলেও প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনায় রাজ্য টাকা পেয়েছে রাজ্য। তাই সে দিক থেকে মনে করা হচ্ছে, এই কেন্দ্রীয় দলের পরিদর্শন যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা নিয়ে ইতিমধ্যেই রাজ্যে পরিদর্শন করছে কেন্দ্রীয় দল। রাজ্যের ১০টি জেলায় পরিদর্শনের কাজ ইতিমধ্যেই তারা শুরু করেছেন।
advertisement
পাশাপাশি, মিড ডে মিল নিয়েও শুক্রবার থেকে কেন্দ্রীয় দল পরিদর্শন শুরু করবে বলে জানা গিয়েছে। তারপরেই রাজ্যের ১০০ দিনের গ্রামীণ কর্মসংস্থান প্রকল্প নিয়ে ও কেন্দ্রীয় দল পরিদর্শন করা শুরু করবে বলেই নবান্ন সূত্রে খবর। ইতিমধ্যেই তার প্রস্তুতিও শুরু করেছে রাজ্য প্রশাসন।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Nabanna: ১০০ দিনের কাজ পর্যবেক্ষেণে রাজ্যে কেন্দ্রীয় দল, ১২ জেলায় পরিদর্শন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement