RG Kar cctv footage: সেমিনার রুমের দিকে যাচ্ছে সঞ্জয়, প্রকাশ্যে আরজি করের সেই রাতের সিসিটিভি ফুটেজ!
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
- Reported by:Anup Chakraborty
Last Updated:
আরজি কর কাণ্ডের তদন্তভার হাতে নিয়ে সঞ্জয়কেও হেফাজতে নিয়েছিল সিবিআই৷ তার পলিগ্রাফ টেস্ট করানোর অনুমতিও আদালত থেকে মিলেছে৷
কলকাতা: আরজি কর কাণ্ডে এবার সামনে সিসিটিভি ফুটেজ৷ গত ৯ অগাস্ট আরজি কর হাসপাতালের চারতলায় চেস্ট ডিপার্টমেন্টের সেমিনার রুমে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয় বলে অভিযোগ৷ ওই দিনেরই একটি সিসিটিভি ফুটেজ এবার সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে৷ সেই ফুটেজে দেখা যাচ্ছে, ৯ অগাস্টের ভোর রাতে আরজি কর হাসপাতালের চারতলার করিডর ধরে সেমিনার রুমের দিকে যাচ্ছে অভিযুক্ত সঞ্জয়৷ যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি নিউজ ১৮ বাংলা৷
সূত্রের খবর, যে ফুটেজ সামনে এসেছে, সেটি ৯ অগাস্ট ভোর ৪.০৩ মিনিটের৷ ফুটেজে দেখা যাচ্ছে, হেলমেট হাতে গলায় হেডফোন ঝুলিয়ে হাসপাতালের চারতলার ওই করিডর ধরে সেমিনার রুমের দিকে যাচ্ছে সঞ্জয়৷ পুলিশি তদন্তে দাবি করা হয়েছিল, ভোর চারটের পরই আরজি করের ওই তরুণী চিকিৎসককে নির্যাতন করে খুন করা হয়েছিল৷ সূত্রের খবর, যে সময় সঞ্জয়কে করিডর দিয়ে ঢুকতে দেখা যায়, তার মিনিট চল্লিশ পর তাকে সেমিনার রুমের দিক থেকে বেরিয়েও আসতে দেখা গিয়েছে৷ যদিও সঞ্জয়ের বেরিয়ে আসার সেই ফুটেজ এখনও প্রকাশ্যে আসেনি৷
advertisement
আরও পড়ুন: বেজে চলেছে মোবাইলের অ্যালার্ম, দরজা ভাঙতেই শিউরে উঠলেন প্রতিবেশীরা! অশোকনগরে মর্মান্তিক কাণ্ড
advertisement
৯ অগাস্টের ওই ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই হাসপাতাল চত্বর থেকে পেশায় সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রাইকে আটক করে পুলিশ৷ পরে তাকে গ্রেফতার করা হয়৷ পুলিশ সূত্রে জানা গিয়েছিল, সিসিটিভি ফুটেজের সূত্র ধরেই সঞ্জয়কে চিহ্নিত করা হয়৷

advertisement
সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছিল, সঞ্জয় গলায় হেডফোন ঝুলিয়ে সেমিনার রুমের দিকে যাচ্ছে৷ কিন্তু সেখান থেকে বেরিয়ে আসার সময় তার গলায় হেডফোন ছিল না৷ যা উদ্ধার হয়েছিল নিহত চিকিৎসকের দেহের পাশ থেকে৷ সাদা রংয়ের ওই হেডফোনই সঞ্জয়কে ধরিয়ে দিতে সাহায্য করেছিল বলে পুলিশ সূত্রে দাবি করা হয়৷ ভাইরাল হওয়া ফুটেজেও দেখা গিয়েছে, সঞ্জয় গলায় হেডফোন ঝুলিয়েই সেমিনার রুমের দিকে যাচ্ছে৷
advertisement
আরজি কর কাণ্ডের তদন্তভার হাতে নিয়ে সঞ্জয়কেও হেফাজতে নিয়েছিল সিবিআই৷ তার পলিগ্রাফ টেস্ট করানোর অনুমতিও আদালত থেকে মিলেছে৷ সঞ্জয় আজই পলিগ্রাফ টেস্টে সম্মতি দিয়েছে৷ এ দিনই সঞ্জয়কে ১৪ দিনের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে শিয়ালদহ আদালত৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 23, 2024 8:26 PM IST