RG Kar cctv footage: সেমিনার রুমের দিকে যাচ্ছে সঞ্জয়, প্রকাশ্যে আরজি করের সেই রাতের সিসিটিভি ফুটেজ!

Last Updated:

আরজি কর কাণ্ডের তদন্তভার হাতে নিয়ে সঞ্জয়কেও হেফাজতে নিয়েছিল সিবিআই৷ তার পলিগ্রাফ টেস্ট করানোর অনুমতিও আদালত থেকে মিলেছে৷

সিসিটিভি ফুটেজে আরজি কর হাসাপাতালের করিডরে ধরা পড়ে সঞ্জয় রাইয়ের ছবি৷ (ভিডিও, ছবির সত্যতা যাচাই করেনি নিউজ ১৮ বাংলা৷)
সিসিটিভি ফুটেজে আরজি কর হাসাপাতালের করিডরে ধরা পড়ে সঞ্জয় রাইয়ের ছবি৷ (ভিডিও, ছবির সত্যতা যাচাই করেনি নিউজ ১৮ বাংলা৷)
কলকাতা: আরজি কর কাণ্ডে এবার সামনে সিসিটিভি ফুটেজ৷ গত ৯ অগাস্ট আরজি কর হাসপাতালের চারতলায় চেস্ট ডিপার্টমেন্টের সেমিনার রুমে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয় বলে অভিযোগ৷ ওই দিনেরই একটি সিসিটিভি ফুটেজ এবার সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে৷ সেই ফুটেজে দেখা যাচ্ছে, ৯ অগাস্টের ভোর রাতে আরজি কর হাসপাতালের চারতলার করিডর ধরে সেমিনার রুমের দিকে যাচ্ছে অভিযুক্ত সঞ্জয়৷ যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি নিউজ ১৮ বাংলা৷
সূত্রের খবর, যে ফুটেজ সামনে এসেছে, সেটি ৯ অগাস্ট ভোর ৪.০৩ মিনিটের৷ ফুটেজে দেখা যাচ্ছে, হেলমেট হাতে গলায় হেডফোন ঝুলিয়ে হাসপাতালের চারতলার ওই করিডর ধরে সেমিনার রুমের দিকে যাচ্ছে সঞ্জয়৷ পুলিশি তদন্তে দাবি করা হয়েছিল, ভোর চারটের পরই আরজি করের ওই তরুণী চিকিৎসককে নির্যাতন করে খুন করা হয়েছিল৷ সূত্রের খবর, যে সময় সঞ্জয়কে করিডর দিয়ে ঢুকতে দেখা যায়, তার মিনিট চল্লিশ পর তাকে সেমিনার রুমের দিক থেকে বেরিয়েও আসতে দেখা গিয়েছে৷ যদিও সঞ্জয়ের বেরিয়ে আসার সেই ফুটেজ এখনও প্রকাশ্যে আসেনি৷
advertisement
advertisement
৯ অগাস্টের ওই ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই হাসপাতাল চত্বর থেকে পেশায় সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রাইকে আটক করে পুলিশ৷ পরে তাকে গ্রেফতার করা হয়৷ পুলিশ সূত্রে জানা গিয়েছিল, সিসিটিভি ফুটেজের সূত্র ধরেই সঞ্জয়কে চিহ্নিত করা হয়৷
advertisement
সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছিল, সঞ্জয় গলায় হেডফোন ঝুলিয়ে সেমিনার রুমের দিকে যাচ্ছে৷ কিন্তু সেখান থেকে বেরিয়ে আসার সময় তার গলায় হেডফোন ছিল না৷ যা উদ্ধার হয়েছিল নিহত চিকিৎসকের দেহের পাশ থেকে৷ সাদা রংয়ের ওই হেডফোনই সঞ্জয়কে ধরিয়ে দিতে সাহায্য করেছিল বলে পুলিশ সূত্রে দাবি করা হয়৷ ভাইরাল হওয়া ফুটেজেও দেখা গিয়েছে, সঞ্জয় গলায় হেডফোন ঝুলিয়েই সেমিনার রুমের দিকে যাচ্ছে৷
advertisement
আরজি কর কাণ্ডের তদন্তভার হাতে নিয়ে সঞ্জয়কেও হেফাজতে নিয়েছিল সিবিআই৷ তার পলিগ্রাফ টেস্ট করানোর অনুমতিও আদালত থেকে মিলেছে৷ সঞ্জয় আজই পলিগ্রাফ টেস্টে সম্মতি দিয়েছে৷ এ দিনই সঞ্জয়কে ১৪ দিনের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে শিয়ালদহ আদালত৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
RG Kar cctv footage: সেমিনার রুমের দিকে যাচ্ছে সঞ্জয়, প্রকাশ্যে আরজি করের সেই রাতের সিসিটিভি ফুটেজ!
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement