RG Kar case in High court: রাজ্যের এক্তিয়ার নিয়ে প্রশ্ন সিবিআই-এর, বক্তব্য রাখতে চায় নির্যাতিতার পরিবার! সব শুনে কী বলল হাইকোর্ট?
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
- Reported by:ARNAB HAZRA
Last Updated:
আরজি কর কাণ্ডে দোষী সাব্যস্ত সঞ্জয় রাইকে আমৃত্যু কারাবাসের শাস্তির নির্দেশ দিয়েছিল শিয়ালদহ আদালত৷
কলকাতা: সঞ্জয় রাইয়ে আমৃত্যু কারাবাসকে চ্যালেঞ্জ করে রাজ্যের মামলা করার এক্তিয়ার নিয়েই প্রশ্ন তুলল সিবিআই৷ এ দিন কলকাতা হাইকোর্টে মামলার শুনানি চলাকালীন এই প্রশ্ন তোলেন সিবিআই-এর আইনজীবী৷ মামলায় বক্তব্য পেশ করার আর্জি জানায় নির্যাতিতার পরিবারও৷ বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি শব্বার রশিদির ডিভিশন বেঞ্চও জানতে চায়, নির্যাতিতার পরিবার রাজ্যের করা এই মামলার কথা জানে কি না৷ এক আইনজীবী এ দিন এই মামলায় সঞ্জয় রাইয়ের হয়ে সওয়াল করার আর্জিও জানিয়েছেন৷
সব পক্ষের বক্তব্য শুনে ডিভিশন বেঞ্চ জানায়, রাজ্যের এই মামলা দায়েরের এক্তিয়ার আছে কি না, তা নিয়ে আরও শুনানির প্রয়োজন আছে৷ আগামী সোমবার মামলার পরবর্তী শুনানি হবে বলে জানিয়েছে হাইকোর্ট৷
আরও পড়ুন: বাঘাযতীনের পর ট্যাংরা, ফের হেলে পড়ল বহুতল! আতঙ্ক এলাকায়, ঘটনাস্থলে পুরসভার ইঞ্জিনিয়াররা
advertisement
আরজি কর কাণ্ডে দোষী সাব্যস্ত সঞ্জয় রাইকে আমৃত্যু কারাবাসের শাস্তির নির্দেশ দিয়েছিল শিয়ালদহ আদালত৷ এই নির্দেশকে চ্যালেঞ্জ করে এবং সঞ্জয় রাইয়ের সর্বোচ্চ সাজা চেয়ে হাইকোর্টে মামলা করে রাজ্য সরকার৷
advertisement
যদিও এ দিন মামলার শুনানি শুরু হতেই রাজ্যের এই আবেদনের গ্রহণযোগ্যতা নিয়েই প্রশ্ন তোলেন সিবিআই-এর আইনজীবী ডেপুটি সলিসিটর জেনারেল রাজদীপ মজুমদার৷ এর জবাবে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বলেন, ‘আরজি় কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় রাজ্য সরকারই প্রথম এফআইআর করে৷ পরে আদালতের নির্দেশে তদন্ত ভার হাতে নেয় সিবিআই৷’
advertisement
বিচারপতি বসাক এর পরেও জানতে চান, সিবিআই তদন্ত করে থাকলে রাজ্যের আবেদনের কারণ কী? নির্যাতিতার পরিবারকে এই মামলায় যুক্ত করা হয়েছে কি না, তাও জানতে চান বিচারপতি৷
অভিযুক্ত সঞ্জয় রাইয়ের আইনজীবী কে ছিলেন এবং তাঁকে আজ এই মামলার বিষয়ে জানানো সম্ভব কি না, তাও জানতে চান বিচারপতি বসাক৷ বিচারপতিকে জানান হয়, সঞ্জয় রাইয়ের হয়ে যাঁরা নিম্ন আদালতে আইনজীবী হিসেবে সওয়াল করেছেন, তাঁরা হাইকোর্টের নথিভুক্ত আইনজীবী নন৷ রাজ্য লিগাল এইড সার্ভিসের পক্ষ থেকে তাঁরা অভিযুক্তের হয়ে সওয়াল করেন৷
advertisement
এ দিন রাজ্যের করা মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলতে গিয়ে বিহারের পশুখাদ্য কেলেঙ্কারির উদাহরণ দেন সিবিআই-এর আইনজীবী৷ তিনি বলেন, লালু প্রসাদ যাদবের ক্ষেত্রেও একই আবেদন হয়েছিল। সেক্ষেত্রে পরিষ্কার হয়েছিল এক্ষেত্রে একমাত্র সিবিআই নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে উচ্চ আদালতে আবেদন জানাতে পারে।
সিবিআই-এর এই যুক্তির পাল্টা রাজ্যের অ্যাডভোকেট জেনারেল বলেন, রাজ্যের হাতে আইনশৃঙ্খলা রয়েছে, বিভিন্ন তদন্তও চলছে। সিবিআই-এর হাতে তদন্তভার যায় কারণ এক্ষেত্রে কিছু সরকারি অফিসার যুক্ত থাকতে পারে বলে অনুমান করা হয়েছিল। রাজ্য এই ঘটনার অনুসন্ধান থেকে কোনও দিনই বাইরে ছিল না। সিবিআই তদন্তের উপর ভিত্তি করে যে বিচার হয়েছে, সেই রায়কে চ্যালেঞ্জ করেই এই মামলা করেছে রাজ্য সরকার৷
advertisement
দু পক্ষের বক্তব্য শুনে ডিভিশন বেঞ্চ জানায়, রাজ্যের আবেদন গ্রাহ্য হবে কি না তা পরবর্তী দিন আবারও শুনানি হবে। এ দিন হাইকোর্টে রাজ্যের এই মামলায় যুক্তি রাখতে চায় নির্যাতিতার পরিবার। ২৪ জানুয়ারি পরিবার ওকালতনামা ফাইল করবে। সঞ্জয়ের হয়ে একজন আইনজীবী সওয়াল করতে চান।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 22, 2025 12:18 PM IST