Kuntal Ghosh: কুন্তলের চিঠি নিয়ে বাড়ছে জট! সিবিআই জেরায় কী বললেন সংশোধনাগার সুপার? তোলপাড় বাংলা

Last Updated:

চিঠি মামলায় সংশোধানাগারে গিয়ে কুন্তলকে জেরা করেছে সিবিআই। ওই হাতের লেখা কুন্তলের কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।

সংশোধনাগার সুপারের বক্তব্যে সন্তুষ্ট নয় সিবিআই, ফাইল ছবি।
সংশোধনাগার সুপারের বক্তব্যে সন্তুষ্ট নয় সিবিআই, ফাইল ছবি।
কলকাতা: হেফাজতে থাকাকালীন তার ওপর চাপ সৃষ্টি করা হয়। জোর করে তার দলের নেতার নাম বলানোর চেষ্টা করা হয়। প্রেসিডেন্সি সংশোধনাগারে বসে প্রিজনার্স পিটিশন লেখেন প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষ। যেখানে সরাসরি অভিযোগ আনা হয়েছে ইডি ও সিবিআইয়ের বিরুদ্ধে। প্রেসিডেন্সি সংশোধনাগারের সুপার দেবাশিস চক্রবর্তী মারফত সেই প্রিজনার্স পিটিশন বা চিঠি পৌঁছে যায় আলিপুর বিশেস সিবিআই আদালত ও হেস্টিংস থানায়। এবার সেই চিঠি নিয়ে জিজ্ঞাসাবাদের মুখে পড়লেন সংশোধনাগার সুপার।
সিবিআই সূত্রে খবর, সুপারের বক্তব্য সন্তোষজনক নয়। সূত্রের দাবি, সংশোধানাগারের সুপার হিসাবে তিনি তার কর্তব্য পালন করেছেন বলে দাবি করেছেন দেবাশিস চক্রবর্তী। এমনকি সিবিআই দফতরে হাজিরা দিয়ে বেরোনোর সময় সাংবাদিকদের প্রশ্নের মুখে দেবাশিস চক্রবর্তী জানিয়েছেন, আবাসিকদের সুবিধা-অসুবিধা দেখার কাজ একজন সংশোধানাগার সুপারের।
advertisement
advertisement
সিবিআই সূত্রে দাবি, কোন পরিস্থিতিতে কুন্তল ঘোষ চিঠি লিখেছিলেন? চিঠি লেখার আগে সংশোধনাগারের কোনও আধিকারিকের সঙ্গে কুন্তল কথা বলেছিলেন?  সুপারকে অভিযোগের কথা আগে বলেছিলেন কুন্তল ? এমনই বেশ কিছু প্রশ্নের মুখে নিজের দায়িত্ব ও কর্তব্যের কথা বলেন প্রেসিডেন্সি সংশোধনাগারের সুপার।
৩১ মার্চ ও পয়লা মে সংশোধনাগারে বসে চিঠি লেখেন কুন্তল ঘোষ। সেই চিঠি নিয়ে বিশেষ সিবিআই আদালতে প্রশ্নের মুখে পড়তে হয়েছে কুন্তলকে। জানুয়ারি মাসে তাকে গ্রেফতার করে ইডি। ফেব্রুয়ারি মাসে নিজেদের হেফাজতে নেয় সিবিআই। তারপর একাধিকবার আদালতে পেশ করা হয়েছে তাকে। কিন্তু সেখানে এহেন কোনও অভিযোগ আনেননি তিনি। হঠাৎ এতদিন পর চিঠি দিয়ে অভিযোগ কেন করলেন কুন্তল? তাহলে কী কারও পরামর্শ? এই প্রশ্ন ওঠে আদালতেও। এই চিঠি মামলায় সংশোধানাগারে গিয়ে কুন্তলকে জেরা করেছে সিবিআই। ওই হাতের লেখা কুন্তলের কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kuntal Ghosh: কুন্তলের চিঠি নিয়ে বাড়ছে জট! সিবিআই জেরায় কী বললেন সংশোধনাগার সুপার? তোলপাড় বাংলা
Next Article
advertisement
Ajker Rashifal | Horoscope Today: রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ
  • রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫

  • দেখে নিন আপনার আজকের দিন কেমন যাবে?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement