পুর চেয়ারম্যান ও বিধায়কের যৌথ আর্থিক তছরুপ, বিস্ফোরক দাবি সিবিআই-এর!
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Chit Fund in West Bengal: ৩ সেপ্টেম্বর সিবিআই আদালতে নিয়ে যাওয়ার আগে সংবাদমাধ্যমে রাজু বলেছিলেন, ''আমি এতে যুক্ত নই, আপনারা বুঝতে পারবেন।''
#কলকাতা: শনিবারের পর আজ ফের সিজিও কমপ্লেক্স থেকে রাজু সাহানিকে আসানসোল বিশেষ সিবিআই আদালতে পেশ করতে চলেছে সিবিআই। সন্মার্গ কোঅপারেটিভ চিট ফান্ড মামলায় হালিশহর পুরসভার চেয়ারম্যান রাজু সাহানির নিউটাউনের ফ্ল্যাট থেকে নগদ ৫০৭ লক্ষ টাকা উদ্ধারের পর তাকে গ্রেফতার করে সিবিআই।
৩ সেপ্টেম্বর সিবিআই আদালতে নিয়ে যাওয়ার আগে সংবাদমাধ্যমে রাজু বলেছিলেন, ''আমি এতে যুক্ত নই, আপনারা বুঝতে পারবেন।'' তবে সিবিআই গোয়েন্দাদের কাছে খবর, রাজু সাহানি এবং বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী যৌথভাবে আর্থিক তছরুপ এবং অপরাধমূলক ষড়যন্ত্র করেছেন।
advertisement
advertisement
রবিবার সুবোধ অধিকারীর বাড়িতেও প্রায় ৬ ঘণ্টা তল্লাশি চলে। সুবোধ অধিকারীর ভাই, তথা কাঁচরাপাড়ার পৌরপ্রধান কমল অধিকারীর বাড়িতেও তল্লাশি চালায় সিবিআই। আদালতে পেশ করার আগে অভিযুক্তর শারীরিক পরীক্ষা করা হয়ে থাকে। সেই মোতাবেক আজ, বৃহস্পতিবার সাত সকালেই সিজিও কমপ্লেক্স থেকে বিধাননগর মহকুমা হাসপাতলে রাজু সাহানিকে নিয়ে যাওয়া হয় শারীরিক পরীক্ষার জন্য।
advertisement
তবে এদিন রাজু সংবাদমাধ্যমের প্রশ্নের সামনে সম্পূর্ণ 'নীরব' ছিলেন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 08, 2022 11:29 AM IST