রাজীবকে গ্রেফতারের ক্ষমতা CBI-এর রয়েছে, আলিপুর আদালতে আইনজীবীকে বললেন বিচারক
Last Updated:
কলকাতার প্রাক্তন নগরপালকে সরাসরি গ্রেফতার করতে পারবে সিবিআই। এজন্য পরোয়ানা জারির দরকার নেই
#কলকাতা: কিছুতেই ধরা যাচ্ছে না তাঁকে। তাঁকে হন্যে হয়ে খুঁজছে সিবিআই। তিনি রাজীব কুমার। কোথাও খোঁজ মিলছে না তাঁর। তবে আড়ালে থেকেই যুদ্ধের ঘুঁটি সাজাচ্ছিলেন রাজীব কুমার। আলিপুর আদালতে তিনি আগাম জামিনের আর্জি জানিয়েছিলেন। এদিকে সিবিআই একের পর এক জেরা চালায় তাঁর বাড়িতে। জেরা করা হয় তাঁর স্ত্রীকেও। আজ ছিল রাজীব মামলার শুনানি। রাজীব যে আগাম জামিন চেয়েছিলেন তার শুনানি ছিল আজ। কিন্তু শুনানি শেষে কিছুক্ষণ রায়দান স্থগিত রাখলেন বিচারক। সিবিআই আদালতে জানিয়েছে, "রাজীব কুমার পলাতক। তিনি আইন ভেঙেছেন।" ফের দাউদের মামলার উল্ল্যেখ করেন সিবিআইয়ের আইনজীবী। আরও বলা হয়, এডিজি সিআইডি পদে আছেন রাজীব। পলাতক থেকে জনগণকে কী বার্তা দিতে চাইছেন তিনি! রাজীবকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ জরুরি জানায় সিবিআইয়ের তরফের আইনজীবী।
এদিকে রাজীব কুমারকে গ্রেফতারে কোনও বাধা নেই বলে বৃহস্পতিবারই জানিয়ে দিয়েছে আলিপুর আদালত। আলিপুর আদালতের অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট সুব্রত মুখোপাধ্যায়ের এজলাসে রাজীবের নামে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন জানিয়েছিল সিবিআই। এই আবেদনের প্রেক্ষিতে সিবিআই ও রাজীবের আইনজীবীর সওয়াল-জবাব শোনার পর ঘণ্টা পাঁচেক রায়দান স্থগিত করার পর আদালত জানিয়ে দেয়, কলকাতার প্রাক্তন নগরপালকে সরাসরি গ্রেফতার করতে পারবে সিবিআই। এজন্য পরোয়ানা জারির দরকার নেই। রাজীবকে গ্রেফতারের ক্ষমতা সিবিআইয়ের হাতে আছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 21, 2019 5:06 PM IST