Post Poll Violence Case in Bengal: ভোট পরবর্তী হিংসার মামলায় তৎপর সিবিআই, ধর্ষণের চেষ্টার অভিযোগে দায়ের এফআইআর
- Published by:Debamoy Ghosh
Last Updated:
ভোট পরবর্তী হিংসার ঘটনায় এখনও পর্যন্ত মোট ৪৫টি এফআইআর করেছে সিবিআই। এখনও পর্যন্ত রাজ্যে ভোট পরবর্তী হিংসার ঘটনায় মোট সাতটি চার্জেশিট জমা পড়েছে বলে সিবিআই সূত্রে খবর (Post Poll Violence Case in Bengal)।
# কলকাতা : রাজ্যে ভোট পরবর্তী হিংসার ঘটনায় সিবিআই এই প্রথমবার ধর্ষণের চেষ্টার অভিযোগে এফআইআর দায়ের করল। সিবিআই সূত্রে খবর, মুর্শিদাবাদের নবগ্রাম থানা এত দিন ধর্ষণের চেষ্টার এই গুরুতর অভিযোগ বা মামলা দায়ের করেনি (Post Poll Violence in Bengal)। সিবিআই-এর এই এফআইআর-এ পুলিশের ভূমিকা নিয়েই উঠছে প্রশ্ন।
সিবিআই (CBI) সূত্রে খবর, মুর্শিদাবাদের নবগ্রাম থানা এলাকায় গত ৯ মে ঘটনাটি ঘটে। কী করে সামনে এল ঘটনাটি? সিবিআই সূত্রে খবর, মুর্শিদাবাদের নবগ্রামে গণধর্ষণের অভিযোগ করেন এক মহিলা। সেই ঘটনায় থানায় অভিযোগ হয়। হাইকোর্টের নির্দেশে রাজ্যে ভোট পরবর্তী হিংসার ঘটনায় সিবিআই ওই মামলার তদন্তভার হাতে নেয়। তদন্ত করতে গিয়ে তারা জানতে পারেন, গণধর্ষণের সময় নিগৃহীতার সঙ্গে আরও এক তরুণী ছিলেন। তাঁকেও ধর্ষণের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ। কিন্তু উল্লেখযোগ্য বিষয়, ওই ধর্ষণের চেষ্টার অভিযোগে নবগ্রাম থানা কোনও মামলা দায়ের করেনি৷
advertisement
advertisement
এর পর সিবিআই ওই নিগৃহীতার অভিযোগের ভিত্তিতে এফআইআর করে । সিবিআই সূত্রে খবর, ওই নিগৃহীতার গোপন জবানবন্দি নেওয়া হবে। পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। নিগৃহীতার অভিযোগ ভিত্তিতে কেন ধর্ষণের চেষ্টার মতো গুরুতর অভিযোগের এফআইআর দায়ের করা হল না? পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে ওয়াকিবহাল মহল।
advertisement
হাইকোর্টের নির্দেশ অনুসারে সিবিআই রাজ্যে ভোট পরবর্তী হিংসা, খুন, মহিলাদের উপর অত্যাচারের ( ধর্ষণ, শ্লীলতাহানি, ধর্ষণের চেষ্টা ) তদন্ত ভার হাতে নেয়। ভোট পরবর্তী হিংসার ঘটনায় এখনও পর্যন্ত মোট ৪৫টি এফআইআর করেছে সিবিআই। এখনও পর্যন্ত রাজ্যে ভোট পরবর্তী হিংসার ঘটনায় মোট সাতটি চার্জেশিট জমা পড়েছে বলে সিবিআই সূত্রে খবর। অন্যদিকে ভোট পরবর্তী হিংসার ঘটনায় বীরভূমের কাঁকরতলায় মিঠুন বাগদি খুনের ঘটনায় সিবিআই গ্রেপ্তার করেছে এক অভিযুক্তকে। সব মিলিয়ে বলা যায় রাজ্যে ভোট পরবর্তী হিংসার ঘটনায় আবারও তৎপর সিবিআই আধিকারিকরা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 15, 2021 10:23 PM IST