নারদ তদন্তে ফুটেজ নিয়ে আরও বিপাকে CBI

জটিলতা মেটাতে প্রযুক্তিবিদদের সহায়তা প্রয়োজন।

  • Last Updated :
  • Share this:

    #কলকাতা: নারদ তদন্ত আরও জটিল। স্টিং-এ ব্যবহৃত ম্যাথু স্যামুয়েলের আইফোন ফোর-এসের দুটি IMEI নম্বর। ডুয়াল সিমেও দুটি আলাদা ক্রম সংখ্যা। যে জটিলতা মেটাতে প্রযুক্তিবিদদের সহায়তা প্রয়োজন। ম্যাথুর সঙ্গেও কথা বলতে চায় সিবিআই।

    ২৬-এর গেরোয় আটকে CBI ৷ ফরেনসিক ল্যাবে খোলা যায়নি নারদ ডট কম-এর ২৬টি স্টিং ফুটেজ ৷ নিজস্ব সফটওয়্যার ব্যবহার করেও সেই ফুটেজ খোলা সম্ভব হয়নি ৷ অনুসন্ধানের সমস্ত অলিগলি ঘুরে তদন্ত গিয়ে আটকেছে ওই স্পেশাল ২৬ টি ফুটেজেই ৷

    ফুটেজে দেখতে পাওয়া দৃশ্যের পিছনের সত্যতাটি কি? দুর্নীতি না ঘুষ? ওই ২৬টি ফুটেজের কারণে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারছে না CBI ৷ প্রয়োজনে ৫৭ ঘণ্টার ওই স্টিং ফুটেজকে আরও একবার ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানোর কথা ভাবছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ৷ ফুটেজগুলি উদ্ধারের জন্য নারদ কর্তা ম্যাথু স্যামুয়েলেরও সাহায্য নিতে পারে সিবিআই ৷

    ৭৩টির মধ্যে ২৬টি ক্লিপিংসের ফুটেজ খোলা যায়নি ৷ ম্যাথুর আই-ফোন থেকে ফুটেজ পেতে Mobill এডিট সফটওয়ার ব্যবহার করা হয় ৷ ৮.২ ভার্সেনের এই সফটওয়ার ১০০ টেট্রাবাইট পর্যন্ত তথ্য ট্রান্সফার করতে পারে ৷ পেন ড্রাইভ ও হার্ড ডিক্স থেকে ব্যবহার করা হয় এফটিকে ম্যানেজার (এনকেস ভার্সন) ৷

    এখনও না খোলা ২৬টি ফুটেজে রয়েছে বহু গুরুত্বপূর্ণ তথ্য। শোভন চট্টোপাধ্যায় ও ফিরহাদ হাকিমের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে ৷ মদন মিত্র ও শঙ্কু পান্ডার বিরুদ্ধে টাকা নেওয়া ও কথোপকথনের তথ্য সংরক্ষিত রয়েছে ওই ফুটেজে বলে দাবি ম্যাথুর ৷

    ২৬টি ফুটেজে থাকা এইসব তথ্য না পাওয়া গেলে তদন্ত শেষ করা যাবে না। আদালতেও প্রশ্নের মুখে পড়তে হবে। অভিযুক্ত কয়েকজনের বিরুদ্ধে প্রমাণও দাখিল করা যাবে না ৷ নারদাকাণ্ড দুর্নীতি না ঘুষ তা নিয়েও প্রশ্নের মুখে পড়তে হবে ৷ কেন ফুটেজ খোলা গেল না, তা আদালতে ব্যাখ্যা দিতে হবে সিবিআইকে ৷

    বাধ্য হয়েই তাই ফুটেজ খুলতে ম্যাথুর সাহায্য নিতে পারে সিবিআই। প্রয়োজনে আরও একবার ফুটেজগুলি ফরেনসিক ল্যাবেও পাঠানো হতে পারে। যদিও তাতে লাভ কতটা , তা নিয়ে সংশয়ে সিবিআই গোয়েন্দারাই।

    নারদ ডট কমের প্রকাশিত ৫৭ ঘণ্টার ফুটেজে বিভিন্ন নেতা ও মন্ত্রীদের যে টাকা আদানপ্রদানের ফুটেজ দেখা যায়, মামলা চলাকালীন তার সত্যতা নিয়ে বার বার প্রশ্ন উঠেছে ৷ অভিযুক্ত নেতামন্ত্রীদের তরফে আইনজীবীদের দাবি ছিল, ভিডিও ফুটেজ আসল নয় ৷ আদালত ভিডিও ফুটেজ পরীক্ষার জন্য ম্যাথু স্যামুয়েলের ল্যাপটপ, আইফোন সমস্ত কিছু চণ্ডীগড় সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি (CFSL)-তে পাঠায় ৷ পরীক্ষার পর হাইকোর্টে ল্যাবের জমা দেওয়া রিপোর্ট অনুযায়ী ৭৩ টি ভিডিও ফু়টেজের মধ্যে ৪৭টি আসল এবং অবিকৃত ৷ বাকি ২৬টি ফুটেজ খোলা সম্ভব না হওয়ায় সেগুলি নিয়ে কোনও মন্তব্য করেনি হাইকোর্ট ৷

    ইতিমধ্যে নারদ ফুটেজ পরীক্ষা করে ভিডিওতে দেখতে পাওয়া নেতা-মন্ত্রী ছাড়াও আরও বহু মানুষের নাম সামনে এসেছে ৷ তাদের মধ্যে রয়েছে বহু ব্যবসায়ী ও শাসকদলের দুই সাংসদের নামও ৷ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকদের অনুমান, এরাও জড়িত নারদ কাণ্ডে ৷ তদন্তের স্বার্থে তাদেরও ডাকবে সিবিআই ৷ ডাকা হতে পারে তহেলকার কলকাতার কর্মীদেরও ৷

    First published:

    Tags: CBI, Narada Sting Investigation, Technical Problem