SSC নিয়োগ দুর্নীতি মামলায় সক্রিয় সিবিআই! সংগ্রহ করা হল কোন ৫ জনের কন্ঠস্বরের নমুনা?
- Reported by:Amit Sarkar
- news18 bangla
- Published by:Tias Banerjee
Last Updated:
এসএসসি গ্রুপ সি নিয়োগ দুর্নীতি মামলায় ৫ জনের কণ্ঠস্বর নমুনা সংগ্রহ করল সিবিআই। কারা তাঁরা?
কলকাতা : এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় চূড়ান্ত চার্জশিট দাখিলের আগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল সিবিআই। গ্রুপ সি নিয়োগ মামলায় পাঁচ অভিযুক্তের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হল আলিপুর আদালতে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে রুদ্ধদ্বার কক্ষে।
অভিযুক্তদের মধ্যে রয়েছেন এসএসসি প্রাক্তন কর্তা সুবীরেশ ভট্টাচার্য, সমরজিৎ আচার্য ও পর্ণা বসু। পাশাপাশি, নমুনা নেওয়া হয়েছে নিয়োগে জড়িত বেসরকারি সংস্থা ‘নাইসা’-র দুই কর্তা নীলাদ্রি দাস ও পঙ্কজ বনসলেরও।
advertisement
advertisement
সিবিআই সূত্রে খবর, সম্প্রতি তদন্তে তাদের হাতে আসে একটি অডিও-ভিডিও ফুটেজ, যেখানে দুর্নীতি সংক্রান্ত আলোচনা করতে দেখা যায় অভিযুক্তদের। ওই ফুটেজের সত্যতা যাচাই করতেই কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হয়েছে।
সংগৃহীত নমুনা ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে বলে সিবিআই জানিয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Aug 26, 2025 5:11 PM IST









