বড় খবর...! ওলা-উবের থেকে ট্যাক্সি, বাণিজ্যিক গাড়ির 'রঙে' আসছে বিরাট বদল! জানুন নতুন নিয়ম

Last Updated:

Car Colour Rules: সূত্রের খবর, যাত্রীবাহী বাণিজ্যিক গাড়ি সাদা আর হলুদ এই রঙের বিধি এবার উঠে যাচ্ছে। যে কোনও রঙেই বাণিজ্যিক গাড়ি নামানো যাবে। তবে আগে ভাগেই জানাতে হবে পরিবহণ দফতরকে।

গাড়ির 'রঙে' আসছে বিরাট বদল
গাড়ির 'রঙে' আসছে বিরাট বদল
কলকাতা: যে কোনও রঙেই এবার নামানো যাবে বাণিজ্যিক গাড়ি। যাত্রীবাহী চার চাকার ছোট গাড়িতে আর থাকবে না রঙের বিধি। তবে শর্ত একটাই। যে সংস্থা বাণিজ্যিক গাড়ি নামাতে চায় তাদের নূন্যতম ২০টি গাড়ি নামাতে হবে। সূত্রের খবর, যাত্রীবাহী বাণিজ্যিক গাড়ি সাদা আর হলুদ এই রঙের বিধি এবার উঠে যাচ্ছে। যে কোনও রঙেই বাণিজ্যিক গাড়ি নামানো যাবে। তবে আগে ভাগেই জানাতে হবে পরিবহণ দফতরকে।
পরিবহণ দফতর সূত্রে খবর, এছাড়া মিটার ট্যাক্সির ধাঁচেও নামতে পারে বাণিজ্যিক ক্যাব। এর ফলে আগামী দিনে কোন সংস্থার ক্যাব তা রঙ অনুযায়ী বোঝা যাবে।
advertisement
বর্তমানে মিটার ট্যাক্সি চলে হলুদ রঙের। ওলা, উবের জাতীয় ক্যাব চলে সাদা রঙের। এবার রঙীন হতে চলেছে বাণিজ্যিক গাড়িও। ট্যাক্সি মানেই হলুদ এই ক্ষেত্রেও আসছে বদল। আগামী দিনে সাদা ট্যাক্সিও নামানো যাবে রাস্তায়।
advertisement
প্রসঙ্গত মাঝে এরকম গুজব শোনা যাচ্ছিল যে উঠে যাচ্ছে হলুদ ট্যাক্সি। যদিও আদতে শহর কলকাতা থেকে মোটেও হারিয়ে যাচ্ছে না হলুদ ট্যাক্সি। সে থাকছে এবং থাকবে। তবে, তার চেহারায় হয়তো বেশ কিছু বদল আসতে পারে। কারণ, রাজ্য সরকার স্থির করেছে, আগামী দিনে যেকোনও ‘লাইট কমার্শিয়াল ভেহিকল’কেই হলুদ রঙে রাঙানো যাবে! পশ্চিমবঙ্গ সরকার সেই অনুমোদন দিয়ে দিয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
বড় খবর...! ওলা-উবের থেকে ট্যাক্সি, বাণিজ্যিক গাড়ির 'রঙে' আসছে বিরাট বদল! জানুন নতুন নিয়ম
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement