'এত বাংলা বাংলা করলে এটাও বাংলাদেশ হয়ে যাবে!' মেট্রোর টিকিট কাউন্টারে ধুন্ধুমার, যাত্রীকে ধমক কর্মীর
- Published by:Tias Banerjee
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
Kolkata Metro Bangladesh controversy: যাত্রী মাতৃভাষায় টিকিট চাইলে মেট্রোকর্মী হিন্দিতে তার উত্তর দেন। প্রতিবাদ করায় যাত্রীকে বলা হয়, "বাংলা বাংলা করবেন না তাহলে এটাও বাংলাদেশ হয়ে যাবে।"
কলকাতা: মেট্রোয় টিকিট কাটতে গিয়ে বিপত্তি। ‘বাংলাদেশি’ তকমা দেওয়া হল যাত্রীকে, এমনই অভিযোগ। সূত্রের খবর, হাওড়া মেট্রো থেকে এসপ্ল্যানেড আসার জন্য তিনি টিকিট কাটতে যান। নিজের মাতৃভাষায় তিনি টিকিট চাইলে মেট্রোকর্মী হিন্দিতে তার উত্তর দেন।
প্রতিবাদ করায় যাত্রীকে বলা হয়, “বাংলা বাংলা করবেন না তাহলে এটাও বাংলাদেশ হয়ে যাবে।” মেট্রোরেলের এই ঘটনার তদন্ত শুরু করছে। অভিযোগ প্রমাণিত হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। ‘মেট্রো রেল এই ধরণের ঘটনা সমর্থন করে না। এই ধরণের আচরণ কোনও কর্মীর থেকে কাম্য নয়।’ এমনই জানানো হয়েছে মেট্রোরেল সূত্রে।
advertisement
advertisement
বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি হলেন, “যেখানে কেন্দ্রীয় সরকার বাংলাকে সাংস্কৃতিক ভাষার তকমা দিচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে এই ধরনের ঘটনা কাম্য নয়। যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা উচিত। এখনকার দিনে দাঁড়িয়ে কিছু সংগঠনও এই ভাষার ভিত্তিতে মানুষের মধ্যে ভেদাভেদ তৈরি করার চেষ্টা করছে, সেটা উচিত নয়। আমি যখন দায়িত্বে ছিলাম এই প্রত্যেকটি জায়গার ব্যবসায়ী সমিতির ব্যানারে এ বাংলা ভাষা লিখতেই হবে বাধ্যতামূলক করেছিলাম।”
advertisement
রৌনক দত্ত চৌধুরী ও আবির ঘোষালের রিপোর্ট
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 17, 2024 4:40 PM IST