KMC Election 2021: 'শেষ হইয়াও হইল না শেষ', কলকাতা পুরভোট নিয়ে কমিশনকে বড় নির্দেশ হাই কোর্টের!

Last Updated:

KMC Election 2021: কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ রাজ্য নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে, সিসিটিভি, ইভিএম, ইভিএম কন্ট্রোল প্যানেল, প্রিজাইডিং অফিসারের ডায়েরি, ভোটারদের মাস্টাররোল সংরক্ষণ করতে হবে কমিশনকে।

কলকাতা পুরভোট নিয়ে হাইকোর্টের নির্দেশ
কলকাতা পুরভোট নিয়ে হাইকোর্টের নির্দেশ
#কলকাতা: কলকাতা পুরভোটে (KMC Election 2021) সন্ত্রাসের অভিযোগ তুলে একযোগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে BJP ও CPIM। অর্থাৎ, পুরভোটে সন্ত্রাস, ভোট লুঠের অভিযোগে আদালতের দ্বারস্থ সিপিআইএম-বিজেপি দুই দল। তাঁদের অভিযোগের কেন্দ্রে ছিল, রাজ্য নির্বাচন কমিশনও। এবার সেই মামলায় চাপ বাড়ল কমিশনের উপর। শুক্রবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ রাজ্য নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে, সিসিটিভি, ইভিএম, ইভিএম কন্ট্রোল প্যানেল, প্রিজাইডিং অফিসারের ডায়েরি, ভোটারদের মাস্টাররোল
সংরক্ষণ করতে হবে কমিশনকে।
শুধু তাই নয়, রাজ্যের বাকি ১১৪ পুরসভার সমস্ত বুথে সিসি ক্যামেরা রাখতে হবে এবং তার ফুটেজও সংরক্ষণ করতে হবে বলে এদিন নির্দেশ দিয়েছে আদালত। এই মামলার শুনানিতে বিজেপি ও সিপিআইএম-এর তরফ থেকে প্রায় একই ধরনের অভিযোগ তোলা হয়। বিজেপি ও সিপিআইএম-এর দাবি ছিল, ১৯ ডিসেম্বর, কলকাতা পুরসভার ভোটের দিন সব বুথের CCTV ফুটেজ সংরক্ষণ এবং কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে পরীক্ষা(অডিট)করানো হোক। বিরোধীদের সেই আবেদনে সাড়া দিল কলকাতা হাইকোর্ট।
advertisement
advertisement
হাইকোর্টে গেরুয়া শিবিরের তরফে অভিযোগ করা হয়েছিল, কোন কোন বুথের EVM এ কোনও নোটা (Nota)-র বোতাম ছিল না। প্রচুর বুথে বিজেপি একটিও ভোট পায়নি। এটা সম্ভব না বলেই দাবি গেরুয়া শিবিরের। সিপিআইএম-এর অভিযোগ ছিল, তাঁদের প্রার্থী আক্রান্ত হলেও কমিশন পদক্ষেপ করেনি।
advertisement
যদিও নব নির্বাচিত কাউন্সিলরদের সঙ্গে বৈঠকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই বলেছেন, ''এত শান্তিপূর্ণ ভোট সারা দেশে কেউ করতে পারবে না। পুলিশ ভালো কাজ করেছে। কলকাতা পুলিশ ও রাজ্য নির্বাচন কমিশনকে ধন্যবাদ। কেন্দ্রীয় বাহিনী নিয়ে এসে ভোট করেও ১৬ জন আমাদের কর্মী মারা যায়। কিন্তু এবার তেমন কোন ঘটনাই ঘটেনি।'' কলকাতা পুরসভা (KMC Election 2021) নির্বাচনে সন্ত্রাস থেকে ভোট লুঠের অভিযোগে সরব হয়েছে বিরোধীরা। যদিও রবিবার, ভোটের দিন কলকাতায় বিক্ষিপ্ত অশান্তি হলেও ভোট শান্তিপূর্ণ বলেই জানিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। কিন্তু হাইকোর্টের নির্দেশে কিছুটা চাপেই পড়ল কমিশন।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
KMC Election 2021: 'শেষ হইয়াও হইল না শেষ', কলকাতা পুরভোট নিয়ে কমিশনকে বড় নির্দেশ হাই কোর্টের!
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement