Calcutta High Court on Bhabanipur By Poll: ভবানীপুরে কি নির্ঘণ্ট মেনেই ভোট? জল্পনা শেষে জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Calcutta High Court on Bhabanipur By Poll: কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল, নির্ঘণ্ট মেনেই হবে ভবানীপুর কেন্দ্রের উপনির্বাচন। কলকাতা হাইকোর্ট ভোটের ক্ষেত্রে কোনও হস্তক্ষেপ করছে না।
#কলকাতা: দিন দুই আগেই ভবানীপুর উপনির্বাচন (Bhabanipur By Poll) নিয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) চরম ভর্ৎসনার মুখে পড়েছিল নির্বাচন কমিশন (Election Commission)। একটি উপনির্বাচনকে ঘিরে সাংবিধানিক বাধ্যবাধকতা কীভাবে তৈরি হল, তা জানতে চেয়ে নির্বাচন কমিশনকে হলফনামা জমা দিতে বলেছিল হাইকোর্ট। সেই হলফনামা হাতে পেতেই চরম ক্ষোভ প্রকাশ করেছিল হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দালের ডিভিশন বেঞ্চ। ভবানীপুর উপনির্বাচন নিয়ে দায়ের হওয়া জনস্বার্থ মামলার প্রেক্ষিতে আদালত এদিন প্রশ্ন করে, 'একটি আসনের জন্যই সংবিধান আর আইনের বাধ্যবাধকতা? মুখ্যসচিব কীভাবে লেখেন সাংবিধানিক সংকটের কথা? মুখ্যসচিবের চিঠির ভিত্তিতে কীভাবে পদক্ষেপ নিতে পারে নির্বাচন কমিশন?' আর হাইকোর্টের সেই পর্যবেক্ষণের পরই আশঙ্কা তৈরি হয়েছিল, তাহলে কি নির্ঘণ্ট মেনে ভবানীপুরের ভোট হওয়ার ক্ষেত্রে জটিলতা তৈরি হল? অবশেষে মঙ্গলবার ওই মামলার রায়ে কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল, নির্ঘণ্ট মেনেই হবে ভবানীপুর কেন্দ্রের উপনির্বাচন। কলকাতা হাইকোর্ট ভোটের ক্ষেত্রে কোনও হস্তক্ষেপ করছে না।
হাইকোর্টের এই রায়ের পর স্বাভাবিক কারণেই স্বস্তিতে শাসক তৃণমূল শিবির। এই জনস্বার্থ মামলার শুনানিতে এর আগের দিন নির্দিষ্টভাবে ভবানীপুরের প্রসঙ্গ উত্থাপন করে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ক্ষোভের সঙ্গে বলেছিলেন, 'একটি আসনের জন্যই সংবিধান আর আইনের এত বাধ্যবাধকতা? একজন ব্যক্তি নির্বাচনে জিতে পদত্যাগ করবেন, আর তাঁর জায়গায় আরেকজন ভোটে দাঁড়াবেন!'
এখানেই শেষ নয়, নির্বাচন কমিশনের কাছে হাইকোর্ট জানতে চেয়েছিল, 'একটি উপনির্বাচন করতে কত টাকা খরচ হয় কমিশনের?' সেই প্রশ্নের উত্তর দিতে কিছুটা অপ্রস্তুত হয়ে পড়েছিলেন কমিশনের আইনজীবী। তখন মামলাকারীর আইনজীবীরাই জানিয়েছিলেন, উপনির্বাচন করতেও কোটি কোটি টাকা খরচ হয়। সেই প্রসঙ্গ তুলেও হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি প্রশ্ন তুলেছিলেন, 'একটা উপনির্বাচনের জন্য জনগণের করের টাকা কেন খরচ করা হবে? আদালতকে কেন কোনও উত্তর দিতে পারছে না নির্বাচন কমিশন?' এই প্রসঙ্গেই আদালত জানিয়েছিল, এই উপনির্বাচনের খরচ কোনওভাবেই অন্য পন্থায় ব্যবস্থা করা যায় কিনা, তা খতিয়ে দেখা প্রয়োজন। তবে, এদিনের রায়ে সেই বিষয়ে কোনও মন্তব্য করেনি হাইকোর্ট।
advertisement
advertisement
প্রসঙ্গত, ভবানীপুর উপনির্বাচন নিয়ে নির্বাচন কমিশন যে বিবৃতি জারি করেছিল, তার ৬ ও ৭ নম্বর অনুচ্ছেদে লেখা হয়েছিল, ‘পশ্চিমবঙ্গের মুখ্যসচিব জানিয়েছেন, রাজ্যের কোভিড পরিস্থিতি বর্তমানে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে। পশ্চিমবঙ্গের বন্যা পরিস্থিতিও ভোটের ক্ষেত্রে কোনও প্রভাব ফেলবে না। ভারতীয় সংবিধানের ১৬৪ (৪) ধারায় একজন মন্ত্রী যদি বিধানসভার সদস্য না হন, সেক্ষেত্রে ভোটের ফল প্রকাশের ৬ মাস পর তাঁর মন্ত্রী পদ চলে যায়। আর সেই পদে সর্বোচ্চ পদাধিকারী নিয়োগ না হলে সাংবিধানিক সংকট তৈরি হতে পারে রাজ্যে।’ মামলাকারী সায়ন বন্দ্যোপাধ্যায় ঠিক এই বিষয়টি নিয়ে আপত্তি তুলেছিলেন। নির্বাচন বন্ধ করার কোনও আর্জি তাঁর নেই জানিয়ে তিনি দাবি করেছিলেন, ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচন না হলে সাংবিধানিক সংকট তৈরি হবে বলে রাজ্যের মুখ্যসচিবের সুপারিশের উল্লেখ নির্বাচন কমিশনকে প্রেস বিবৃতি থেকে বাদ দিতে হবে। সেই বিষয়ে হাইকোর্টের পর্যবেক্ষণ, 'মুখ্যসচিব ভুল করেছেন।'
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 28, 2021 11:32 AM IST

