Aadhar Ration Link: আধার- রেশন সংযুক্তিকরণের সময়সীমা বৃদ্ধির সম্ভাবনা, বড় নির্দেশ হাইকোর্টের

Last Updated:

২৬ নভেম্বর পর্যন্ত রাজ্যে ৬৯ শতাংশ রেশন-আধার সংযুক্তিকরণ হয়েছে বলে আদালতে দাবি করা হয়েছে (Aadhar Ration Link)।

আধার রেশন সংযুক্তিকরণের সময়সীমা বাড়তে পারে৷ প্রতীকী ছবি৷
আধার রেশন সংযুক্তিকরণের সময়সীমা বাড়তে পারে৷ প্রতীকী ছবি৷
#কলকাতা: রাজ্যে রেশন কার্ড- আধার কার্ড সংযুক্তিকরণ(Aadhar Ration Link) প্রক্রিয়ায় ধাক্কা। রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড সংযুক্ত না হলে রেশন মিলবে না বলে যে আশঙ্কা অনেক গ্রাহকের মনে ছিল তা অন্তত কিছুটা কাটল বলেই মত ডিলারদের অনেকের। রাজ্যের শো-কজ ত্রুটিপূর্ণ বলে পর্যবেক্ষণ আদালতের (Calcutta High Court)।
কলকাতা হাইকোর্টের বিচারপতি সুব্রত তালুকদার ডিভিশন বেঞ্চের অন্তর্বতী নির্দেশের ফলে ৩১ ডিসেম্বর মধ্যে সংযুক্তিকরণ আর বাধ্যতামূলক আর থাকছে না। ৩১ ডিসেম্বর ২০২১ নয়, আধারের সঙ্গে রেশন কার্ড সংযুক্তিকরণের সময়সীমা আরও বাড়ার সম্ভাবনা। আদালতের নির্দেশে স্বস্তিতে রেশন ডিলাররা। হাইকোর্টের নির্দেশে ব্যাকফুটে খাদ্য ও সরবরাহ দপ্তর।
advertisement
advertisement
প্রাথমিক পর্যবেক্ষণে বিচারপতি সুব্রত তালুকদার ডিভিশন বেঞ্চ জানিয়েছে, "রেশন-আধার কার্ডের ই-সংযুক্তিকরণের প্রাথমিক দায়িত্ব খাদ্য সরবরাহ দপ্তরেরই। রেশন ডিলারদের বাধ্য করা যায়না ১০০ শতাংশ ই-সংযুক্তিকরণের জন্য। রেশন ডিলারদের শো-কজ ত্রুটিপূর্ণ।"
রেশন ডিলারদের বিরুদ্ধে করা খাদ্য ও সরবরাহ দপ্তরের শো-কজে অন্তর্বতী স্থগিতাদেশ। রেশন ডিলারদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপে অন্তর্বতী স্থগিতাদেশ দিল হাইকোর্ট। ডিলারদের আইনজীবী দেবব্রত সাহা রায় জানান, "২০০১ সালের কন্ট্রোল আইন উপেক্ষা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আদালতের সামনে যুক্তি পেশ করতেই তা গ্রহণ করেছে হাইকোর্ট। রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের ই-সংযুক্তিকরণ ডিলাদের বাধ্যতামূলক কাজ নয়, সেটাই ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণে প্রমাণিত।"
advertisement
চলতি বছরের ২৬ নভেম্বর শো-কজ করা হয় রেশন ডিলারদের।  খাদ্য ও সরবরাহ দপ্তরের ঠিক করা একশো শতাংশ আধার-রেশন সংযুক্তিকরণ লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ায় এই পদক্ষেপ করা হয়। শো-কজের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করে অল বেঙ্গল ফেয়ার প্রাইস শপ ডিলারস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। তাদের যুক্তি, ওয়েবেল সংস্থাকে ই-সংযুক্তিকরণ কাজের বরাত দেওয়া হয়েছে। ডিলারদের ই-সংযুক্তিকরণ দায়িত্ব বাধ্যতামূলক হতে পারে না।
advertisement
খাদ্য ও সরবরাহ দপ্তরের ডিলারদের করা শো-কজেও স্থগিতাদেশ চাপিয়েছে হাইকোর্ট। একক বেঞ্চের নির্দেশেও স্থগিতাদেশ চাপিয়েছে ডিভিশন বেঞ্চ।  ২৬ নভেম্বর পর্যন্ত রাজ্যে ৬৯ শতাংশ রেশন-আধার সংযুক্তিকরণ হয়েছে বলে আদালতে দাবি করা হয়েছে। জানুয়ারি মাসের শেষের দিকে ফের মামলার শুনানির সম্ভাবনা।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Aadhar Ration Link: আধার- রেশন সংযুক্তিকরণের সময়সীমা বৃদ্ধির সম্ভাবনা, বড় নির্দেশ হাইকোর্টের
Next Article
advertisement
Taliban Threatens America Pakistan: বাগরাম দখলের চেষ্টা করলেই যুদ্ধ শুরু, আমেরিকার সঙ্গে পাকিস্তানকেও হুঁশিয়ারি তালিবানদের!
বাগরাম দখলের চেষ্টা করলেই যুদ্ধ শুরু, আমেরিকার সঙ্গে পাকিস্তানকেও হুঁশিয়ারি তালিবানদের!
  • মার্কিন যুক্তরাষ্ট্র যদি ফের বাগরাম বিমান ঘাঁটি দখলের চেষ্টা করে, তাহলে নতুন করে যুদ্ধ শুরুর হুঁশিয়ারি দিয়ে দিল আফগানিস্তানের ক্ষমতায় থাকা তালিবানদের শীর্ষ নেতৃত্ব৷ শুধু আমেরিকা নয়, প্রতিবেশী পাকিস্তানকেও হুঁশিয়ারি দিয়ে রেখেছে তালিবানরা৷

VIEW MORE
advertisement
advertisement