'সিবিআই এখন গ্যালারি শো করে...' খেজুরী বিজেপি কর্মী মৃত্যু মামলায় বিস্ফোরক হাইকোর্ট, দায়িত্ব CID-কে
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
- Reported by:ARNAB HAZRA
Last Updated:
Calcutta High Court: খেজুরী বিজেপি কর্মী মৃত্যু মামলাতে সিআইডি তদন্তের নির্দেশ দিল হাইকোর্ট। আদালতের নজরদারিতে সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। এডিজি সিআইডি-কে এই মর্মে নির্দেশ দিল হাইকোর্ট।
কলকাতা: খেজুরী বিজেপি কর্মী মৃত্যু মামলাতে সিআইডি তদন্তের নির্দেশ দিল হাইকোর্ট। আদালতের নজরদারিতে সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। এডিজি সিআইডি-কে এই মর্মে নির্দেশ দিল হাইকোর্ট।
আদালত জানিয়েছে, ডিআইজি পদমর্যাদা অফিসারের নেতৃত্বে হবে এই তদন্ত। সিআইডি হোমিসাইড শাখার আধিকারিকরা তদন্তে থাকবেন। খেজুরী থানার তদন্তকারী অফিসারকে দ্রুত কেস ডায়েরি তুলে দিতে হবে সিআইডির হাতে।
advertisement
শুধু তাই নয়, আদালতের নির্দেশ, ২৫ সেপ্টেম্বর তদন্তের অগ্রগতি রিপোর্ট পেশ করতে হবে সিআইডিকে। সোমবার সিবিআই তদন্ত আবেদন নাকচ করে বিচারপতি মন্তব্য ছিল – সিবিআই এখন গ্যালারি শো করে।
advertisement
খেজুরিতে দুই বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনায় যত দ্রুত সম্ভব জেলা পুলিশকে দুটি মামলারই কেস ডায়েরি ও দুটি হাসপাতালে ময়নাতদন্তের রিপোর্ট সিআইডিকে হস্তান্তর করতে নির্দেশ দিয়েছে আদালত। প্রসঙ্গত সোমবারই বিচারপতি তীর্থঙ্কর ঘোষ খেজুরিতে দুই বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনায় সিআইডি তদন্তের ইঙ্গিত দিয়েছিলেন ৷ পাশাপাশি সিবিআই তদন্ত নিয়ে কটাক্ষ শোনা যায় তাঁর মুখে ৷
advertisement
সিবিআই এখন তদন্তের নামে গ্যালারি শো করছে বলে উল্লেখ করেন তিনি। সেই জন্য তদন্তভার এখনই সিবিআইকে দেবেন না বলে জানিয়ে দেন বিচারপতি। উল্লেখ্য, খেজুরীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দু’জনের মৃত্যু হয়েছে বলে প্রথম ময়নাতদন্তে উঠে এলেও দ্বিতীয় ময়নাতদন্ত রিপোর্টে শরীরে আঘাতের কথা বলে এসএসকেএম-এর ময়নাতদন্ত রিপোর্ট ৷ এরপরেই তোলপাড় পরে যায় এই মামলা ঘিরে ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 26, 2025 1:58 PM IST