টানেল বোরিং মেশিন ‘উরবি’কে ৫ মিটার এগোনর অনুমতি হাইকোর্টের

Last Updated:

গতি নিয়ন্ত্রণ করে উরবিকে পাঁচ মিটার এগোনর আর্জি জানিয়েছিল কেএমআরসিএল। সোমবার মেট্রোর সেই আর্জিতে সবুজ সংকেত দিল কলকাতা হাইকোর্ট।

#কলকাতা: মেট্রোর টানেল বোরিং মেশিন উরবিকে পাঁচ মিটার এগোনর অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশ, মেশিন সরানোর পর মাটি-সহ বিভিন্ন ধরনের পরীক্ষা করে বিস্তারিত রিপোর্ট জমা দিতে হবে। সেইসঙ্গে মেট্রোর রুট বদলের কোনও প্রয়োজনীয়তা আছে কিনা, ষোলোই ডিসেম্বরের মধ্যে তাও জানাতে হবে KMRCL-কে।
ইস্ট-ওয়েস্ট মেট্রোর সুড়ঙ্গ তৈরি করতে গিয়ে বিপর্যয় ঘটে বউবাজারে। ধসে পড়ে একের পর এক পুরোন বাড়ি। তারপর থেকেই মাটির তলায় আটকে টানেল বোরিং মেশিন চান্ডি। বিবি গাঙ্গুলি স্ট্রিটে, মাটির নীচে থমকে আরেকটি মেশিন উরবিও। উরবি সচল রয়েছে কিনা তা জানার অন্যতম উপায়, মেশিনটি চালিয়ে দেখতে হবে, সেটি আগের মতো মাটি কেটে এগোতে পারছে কি না। তাই গতি নিয়ন্ত্রণ করে উরবিকে পাঁচ মিটার এগোনর আর্জি জানিয়েছিল কেএমআরসিএল। সোমবার মেট্রোর সেই আর্জিতে সবুজ সংকেত দিল কলকাতা হাইকোর্ট।
advertisement
‘উরবি’ এগোনর অনুমতি
advertisement
- ৫ মিটার এগোন যাবে (টানেল বোরিং মেশিন) ‘উরবি’
- শিয়ালদহ স্টেশনের দিকে ‘উরবি’কে ৫ মিটার এগোন যাবে
- মেশিন এগোনর পর রিপোর্ট দিতে হবে হাইকোর্টে
- (মেশিনের উপরের অংশের) মাটি-সহ বিভিন্ন পরীক্ষা করে বিস্তারিত রিপোর্ট দিতে হবে
- মেট্রোর রুট বদলের প্রয়োজন আছে কিনা তাও জানাতে হবে রিপোর্টে
advertisement
- (KMRCL-কে) ১৬ ডিসেম্বরের মধ্যে রিপোর্ট দিতে হবে হাইকোর্টে
ইস্ট-ওয়েস্ট মেট্রোর আরেক টানেল বোরিং মেশিন চান্ডিও এখন মাটির তলায়। অচল মেশিন কীভাবে মাটি কেটে উপরে তোলা যায় তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কেএমআরসিএলের বিশেষজ্ঞ কমিটি।
বাংলা খবর/ খবর/কলকাতা/
টানেল বোরিং মেশিন ‘উরবি’কে ৫ মিটার এগোনর অনুমতি হাইকোর্টের
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে
  • সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর, ২০২৫ – ৫ অক্টোবর, ২০২৫

  • এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • দেখে নিন রাশি মিলিয়ে, জানাচ্ছেন চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement