Group C Recruitment: ভুয়ো চাকরি বিভ্রাট ! গ্রুপ সি নিয়োগ অনিয়মে নতুন বাঁক

Last Updated:

Group C Recruitment: অরিন্দম মিত্রের প্রশ্ন, চাকরিই পেলাম না তাহলে বেতন বন্ধ কীভাবে।

#কলকাতা: হাতে নিয়োগপত্র নিয়ে ঘুরছেন কিছু না হলেও ১২ মাস। এখনও গ্রুপ সি পদে নিয়োগ পাননি (Group C Recruitment)। স্কুল ফিরিয়েছে যোগদান থেকে। জেলা স্কুল পরিদর্শকের কাছে আবেদন করা হয়েছে। জানানো হয়েছে স্কুল সার্ভিস কমিশন ও মধ্যশিক্ষা পর্ষদকে। তবু ঘুরেই চলেছেন অরিন্দম মিত্র। ১২ মাস ঘোরার পর হাইকোর্টের বেতন বন্ধের নির্দেশ পেলেন। অরিন্দম মিত্রের প্রশ্ন, চাকরিই পেলাম না তাহলে বেতন বন্ধ কীভাবে?  বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় একক বেঞ্চে আবেদন করে তাঁর যুক্তি, আগে তো গ্রুপ সি পদে যোগ তারপর বেতন বন্ধ। ভুয়ো চাকরি কে পেয়েছে তাই নিয়ে সন্দিহান অরিন্দম নিজেও।
২০১৯ সালে গ্রুপ সি পদে নিয়োগ সুপারিশ পত্র পান অরিন্দম মিত্র। তাঁকে যোগ দিতে বলা হয় পূর্ব মেদিনীপুর জেলার শ্রীরামপুর(Group C Recruitment) এগ্রিকালচার হাই স্কুলে। করোনা অতিমারীর সময়কালে অরিন্দম বাবু নিয়োগ পত্র পেয়ে স্কুলে যোগাযোগ করলে তাঁকে স্কুল কতৃর্পক্ষের তরফ থেকে জানানো হয় স্কুল বন্ধ রয়েছে,খোলার পরে যোগাযোগ করতে। এরপর একাধিকবার স্কুলের সাথে,জেলা স্কুল পরিদর্শক, স্কুল সার্ভিস কমিশন এবং পর্ষদের কাছে লিখিত আবেদন জানানোর পরেও কোনও সুফল মেলেনি। স্কুল খোলার পর অরিন্দম বাবু স্কুলে গেলে তাঁকে ফিরিয়ে দেওয়া হয়।স্কুল কর্তৃপক্ষ জানায় গ্রুপ সি পদে স্কুল সার্ভিস কমিশনের মনোনীত অপর এক প্রার্থীকে নিয়োগ করা হয়ে গেছে। বিষয়টি শিক্ষা দফতরের নজরে আনলেও কোন সুরাহা হয়নি।
advertisement
advertisement
গ্রুপ সি (SSC Group C)নিয়োগ তালিকা মেয়াদ শেষ হয়ে গেছে মে, ২০১৯।নিয়ম অনুযায়ী এরপরে কোনও নিয়োগ সুপারিশ করতে পারেনা এসএসসি। প্রাথমিক ভাবে ৩৪৬ মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে নিয়োগ হয়েছে বলে অভিযোগ। এই নিয়োগ গুলি ভুয়ো বলে দাবি মামলাকারীদের আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত, বিক্রম বন্দোপাধ্যায়'দের। পূর্ব মেদিনীপুর স্কুলে ভুয়ো নিয়োগ কোনটা সেটাই জানতে চায় অরিন্দম মিত্র। আপাতত মূল মামলায় অরিন্দম মিত্র কে অন্তর্ভুক্ত করার আবেদন ফিরিয়েছে হাইকোর্ট। নিয়োগে কাট আপ মার্কস কী, সেটাই আগে বিস্তারিত আকারে জানতে চান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ক্যাটাগরি অনুযায়ী কাট আপ মার্কস জানা গেলে ভুয়ো নিয়োগ সংক্রান্ত অনেক প্রশ্নের জবাব মিলতে পারে। অরিন্দম মিত্র আইনজীবী  আশিসকুমার চৌধুরী জানালেন, ৬ জানুয়ারি কমিশনের অবস্থান জেনে আমরা পরবর্তী পদক্ষেপ স্থির করবো।
advertisement
ARNAB HAZRA
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Group C Recruitment: ভুয়ো চাকরি বিভ্রাট ! গ্রুপ সি নিয়োগ অনিয়মে নতুন বাঁক
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement