Exclusive: খোদ কলকাতায় 'রুট' চুরি! বাস মালিকের গচ্চা ২ লাখ! অনাদায়ে কপালে ঝুলছে গ্রেফতারির কোপ

Last Updated:

জরিমান না দিলে এজলাস থেকে সটান জেলে পাঠানোর কড়া হুঁশিয়ারি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। 

রাস্তা চুরিতে বড় নির্দেশ : বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়
রাস্তা চুরিতে বড় নির্দেশ : বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়
#কলকাতা: খোদ কলকাতায় 'রাস্তা' চুরি। ধর্মতলা-পুরুলিয়া 'রুট' চুরি! রুট পারমিট চুরি করে চলছিল ২ বাস। পুলিশ কে ২ বাস ধরতে নির্দেশ। শনিবারের মধ্যে দুটি বাস ধরতে নির্দেশ দিল আদালত। বিধাননগর পুলিশ কমিশনার ও পুরুলিয়া পুলিশ সুপারকে নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের।
জানা গিয়েছে, দুটি বাসকে আগামিকালের মধ্যে বিধান নগর কমিশনারেট এবং পুরুলিয়ার পুলিশ সুপারকে হেফাজতে নিতে নির্দেশ। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রুট পারমিট চুরির দায়ে ২ লক্ষ টাকা জরিমানার নির্দেশ চাপিয়েছেন বাস মালিককে। ৫ দিনের মধ্যে জরিমানার টাকা দিতে নির্দেশ বিচারপতি'র। জরিমান না দিলে এজলাস থেকে সটান জেলে পাঠানোর কড়া হুঁশিয়ারি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। পারমিট চুরি ছিলই, সঙ্গে ছিল আদালতের নির্দেশ না মানা।
advertisement
advertisement
২০২০ সালের ১৫ ডিসেম্বর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ধর্মতলা-পুরুলিয়া রুটে শিবনাথ বন্দ্যোপাধ্যায়ের বাস চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করেন। পরবর্তীকালে সেই নির্দেশে মানে না শিবনাথ বন্দ্যোপাধ্যায়ের মালিকাধীন WB 55A3636 ও WB55A3838 দুটি বাস। রাজ্য পরিবহন দফতরের পক্ষ থেকে বেআইনি রুটে বাস দুটি চলাচলের জন্য বারংবার জরিমানা করা হয়। তাতেও কোন কাজ না হওয়ায় আদালত অবমাননার মামলা দায়ের করেন বৈধ অনুমতি থাকা আলপনা হালদার। বাস দুটি খাতায় কলমে চলার কথা, করুনাময়ী-ঝালদা রুটে।
advertisement
আবেদনকারী প্রতিবন্ধী আলপনা হালদার পুরনো পারমিটের দুটি বাস চালান। তার আইনজীবী দুর্গা প্রসাদ দত্তের অভিযোগ, ধর্মতলায় বাসের পারমিট না থাকা সত্ত্বেও শিবনাথ বন্দ্যোপাধ্যায়ের WB 55A3636 ও WB55A3838 বাস দুটি ধর্মতলা রুটে চলাচল করে। রাজ্য পরিবহন দফতরের পারমিট অনুযায়ী এই দুটি বাস রাতে করুণাময়ী থেকে পুরুলিয়ার ঝালদার মধ্যে চলাচল করবে। কিন্তু তারা নির্দিষ্ট রুটে না গিয়ে ধর্মতলার রুটটি ব্যবহার করে এমনটাই অভিযোগ।  ধর্মতলা বাস টার্মিনাসে নতুন করে কোনও বাসের পারমিট দেওয়া হয় না। যাদের পুরনো পারমিট আছে তারাই একমাত্র ওই বাস টার্মিনাসে বাস চালাতে পারে।
advertisement
আলপনা হালদার পরিবহন দফতরের নির্দিষ্ট রুট না মানার অভিযোগ নিয়ে আবেদন জানান কলকাতা হাইকোর্টে। বিগত শুনানির দিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এক বছরের জন্য WB 55A3636 ও WB55A3838 দুটি বাসের পারমিট বাতিলের নির্দেশিকা জারি করেন। পাশাপাশি শিবনাথ বন্দ্যোপাধ্যায়কে আদালতে সশরীরে হাজিরা নির্দেশ দেন। শুক্রবার শিবনাথ বন্দ্যোপাধ্যায় আদালতে হাজির হয়ে দাবি করেন তিনি বাস দুটি সাধন বন্দ্যোপাধ্যায় ও সুব্রত বন্দ্যোপাধ্যায়কে চালানোর জন্য পাওয়ার অফ অ্যাটর্নি দিয়েছেন।
advertisement
আলপনা দেবীর আইনজীবী দুর্গা প্রসাদ দত্তের দাবি, পরিবহন আইন অনুযায়ী রুট পারমিট কখনই হস্তান্তর করা যায় না। আদালতের নির্দেশের পরেও জোর করে, রুটে বাস চালানোর জন্য আদালত অবমাননা কোপে পড়েন শিবনাথ বন্দোপাধ্যায়। গ্রেফতারের জন্য শেরিফকে এজলাসে ডেকে পাঠান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
advertisement
এজলাসেই ভেঙে পড়েন শিবনাথ বন্দ্যোপাধ্যয়। শিবনাথের আইনজীবীর বারংবার অনুরোধের পর বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ, ৫ দিনের মধ্যে শিবনাথ বন্দোপাধ্যায়কে, আদালতের নির্দেশ ভাঙার কারণে ২ লক্ষ জরিমানার টাকা জমা করতে হবে হাই কোর্ট রেজিস্ট্রার জেনারেলের দফতরে। এই অর্থ জমা না করলে পরবর্তী শুনানির দিন এজলাস থেকেই গ্রেফতার করে জেলে পাঠাবে  আদালত। এই বিষয়ে মানসিক প্রস্তুতি নিয়ে আসার কথাও জানিয়ে দেন বিচারপতি। এরমধ্যে শিবনাথ এলাকা ছেড়ে যেতে পারবেন না। WB 55A3636 ও WB55A3838 দুটি বাসকে, কালকের মধ্যে বিধাননগর কমিশনারেট এবং পুরুলিয়ার পুলিশ সুপারকে হেফাজতে নিতে হবে। মামলার পরবর্তী শুনানি ২৩ সেপ্টেম্বর।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Exclusive: খোদ কলকাতায় 'রুট' চুরি! বাস মালিকের গচ্চা ২ লাখ! অনাদায়ে কপালে ঝুলছে গ্রেফতারির কোপ
Next Article
advertisement
Primary Recruitment Case: রাজ্যের মন্ত্রীর হাত ধরেই এসেছে ১২ কোটি টাকা! প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে বিস্ফোরক ইডি! এবার কী হবে চন্দ্রনাথের?
রাজ্যের মন্ত্রীর হাত ধরেই এসেছে ১২ কোটি টাকা! প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে বিস্ফোরক ইডি
  • প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় আরও বিপাকে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা

  • ইডির দাবি, চন্দ্রনাথ সিনহার মাধ‍্যমেই এই দুর্নীতিতে এসেছে ১২ কোটি ৭২ লক্ষ

  • তাপস-কুন্তল-শান্তনু এই ত্রয়ীর চক্রে জড়িত ছিলেন চন্দ্রনাথ সিনহা, দাবি ইডির

VIEW MORE
advertisement
advertisement