Primary Teacher Recruitment: পুজোর পরেই 'প্রাথমিকে' নিয়োগ! ২০ হাজারের বেশি শূন্যপদে শিক্ষকের চাকরি! সিলমোহর বৈঠকে

Last Updated:

Primary Teacher Recruitment: প্রাথমিক শিক্ষা পর্ষদের বোর্ড সভাপতি গৌতম পাল বলেন, টেট-এর বিষয় আলোচনা হয়েছে। টেট পরীক্ষার সম্ভাব্য দিন ঠিক করার জন্য আইনানুগ পরামর্শ নেব।

পুজোর পরেই প্রাথমিকের নিয়োগ
পুজোর পরেই প্রাথমিকের নিয়োগ
#কলকাতা: পুজোর পরেই প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া শুরু করতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। আজ অ্যাড হক কমিটির বৈঠকে কার্যত সিলমোহর দেওয়া হয়ে এই সিদ্ধান্তে। ইতিমধ্যেই নিয়োগের কাজ শুরু করেছে বোর্ড। শূন্য পদ পেলেই নয়া নিয়োগের বিজ্ঞপ্তি জারি করবে বোর্ড। ইতিমধ্যেই যারা টেট পাশ হয়ে আছেন তারা আবেদন করতে পারবেন এর জন্য।
এক্ষেত্রে চাকরির শূন্যপদ হবে ২০ হাজারের ও বেশি। খুব তাড়াতাড়ি দফতর পাঠাবে নির্দিষ্ট শূন্যপদ। প্রাথমিক শিক্ষা পর্ষদের বোর্ড সভাপতি গৌতম পাল বলেন, টেট-এর বিষয় আলোচনা হয়েছে। টেট পরীক্ষার সম্ভাব্য দিন ঠিক করার জন্য আইনানুগ পরামর্শ নেব। টেট-এর দিন ঘোষণার আগে যেহেতু এর সঙ্গে আইন শৃঙ্খলা জড়িত তাই শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলব। একটা বড় পরীক্ষা নিতে গেলে আলোচনা করতে হবে উচ্চ পর্যায়ে। শিক্ষা দফতরের সঙ্গে কথা বলেই তারিখ জানাব। তবে আমাদের চেষ্টা থাকবে তাড়াতাড়ি পরীক্ষার ব্যবস্থা করার।"
advertisement
advertisement
শুক্রবারের বৈঠকের শেষে সভাপতি আরও বলেন, নিয়োগের জন্য শূন্যপদের দরকার। সরকার চাইছে শূন্যপদ তৈরি করে প্রাথমিক স্কুলে নিয়োগ হয়। আগের রুল মেনে ভাক্যানসি এর জন্য নিয়োগ করতে পারি.. খুব তাড়াতাড়ি এগোচ্ছি। বিজ্ঞপ্তিটি দেওয়ার আগের কাজ আমাদের শুরু হয়ে গিয়েছে। পুজোর পড়ে নিয়োগ শুরু করতে চাইছি।
advertisement
নিয়োগ সংক্রান্ত মামলা নিয়ে পর্ষদ সভাপতি গৌতম পাল এদিন বলেন, কলকাতা হাই কোর্ট যে অর্ডার দিয়েছে প্রশ্ন ভুল মামলায় তার পরিপ্রেক্ষিতে কি পদক্ষেপ নেব তা আমরা খুব তাড়াতাড়ি জানাব। নৈতিক চরিত্র গঠনের জন্য আমরা কোনও আলাদা করে সিলেবাস তৈরি করা যায় নাকি সেটা আমরা দেখছি।
view comments
বাংলা খবর/ খবর/চাকরি/
Primary Teacher Recruitment: পুজোর পরেই 'প্রাথমিকে' নিয়োগ! ২০ হাজারের বেশি শূন্যপদে শিক্ষকের চাকরি! সিলমোহর বৈঠকে
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement