পিছিয়ে গেল মন্ত্রিসভার বৈঠক! নবান্নে নয়, বৈঠক হবে রাজ্য বিধানসভায়, কবে? জানা গেল দিনক্ষণ
- Published by:Ankita Tripathi
- news18 bangla
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
পিছিয়ে গেল মন্ত্রিসভার বৈঠক। আজ, সোমবারের বৈঠক হবে আগামী ৪ তারিখ, বৃহস্পতিবার।
কলকাতা: পিছিয়ে গেল মন্ত্রিসভার বৈঠক। আজ, সোমবারের বৈঠক হবে আগামী ৪ তারিখ, বৃহস্পতিবার। রাজ্য বিধানসভাতেই হবে রাজ্য মন্ত্রিসভার বৈঠক। বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভার বৈঠক দুপুর সাড়ে তিনটের পর হবে রাজ্য বিধানসভায়। অন্যদিকে বৃহস্পতিবারেই বিধানসভায় বাংলা ভাষায় কথা বললেই হেনস্থার বিষয়ে কথা বলবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আগামিকাল মঙ্গলবার ও বৃহস্পতিবার বিধানসভার অধিবেশন বাংলা ভাষা ও পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের ওপর বিজেপি শাসিত রাজ্যে হামলার ঘটনা প্রসঙ্গে। পাশাপাশি SIR অর্থাত্ ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা বিরুদ্ধে প্রস্তাব এনে আলোচনা হবে বলেই জানা গিয়েছে।
আরও পড়ুন: টয়লেটে ১ চামচ ফেলে দিন মাত্র ২ টাকার এই জিনিস! নোংরা দাগ, দুর্গন্ধ গায়েব, মিনিটে ঝকঝক করবে বাথরুম
advertisement
advertisement
প্রসঙ্গত, বিধানসভার অধিবেশন শুরু হয়ে যাবে আজ, সোমবার থেকেই। দ্বিতীয়ার্ধে অধিবেশন শুরু। তার আগে প্রথমার্ধে বসবে সর্বদল বৈঠক এবং কার্যবিবরণী কমিটির বৈঠক। সেখানেই ঠিক হবে বিধানসভা অধিবেশনের কর্মসূচি। যদিও আজ বিধানসভার অধিবেশন শোকপ্রস্তাবের পর মুলতুবি হয়ে যাবে বলেই খবর।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 01, 2025 1:17 PM IST