C V Anand Bose: অমিত শাহের সঙ্গে কী নিয়ে আলোচনা? কলকাতায় এসেও মুখে কুলুপ রাজ্যপালের
- Published by:Debamoy Ghosh
- Reported by:Sanhyik Ghosh
Last Updated:
রাজ্যপালকে গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি সরাসরি এড়িয়ে যান বিষয়টি।
কলকাতা: ভোট গ্রহণের দিন তিনি ঘুরে বেরিয়েছিলেন রাস্তায় রাস্তায়। নিজের কথা মতোই বাংলার পঞ্চায়েত ভোটকে গ্রাউন্ড জিরো থেকেই পর্যবেক্ষণ করেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। ভোটের পরের দিনই তিনি উড়ে যান দিল্লির উদ্দেশ্যে। কী কারণে দিল্লি যাচ্ছেন, আগে ভাগে না বলে গেলেও জানিয়েছিলেন টাটকা বাতাস নিতেই দিল্লি যাত্রা তাঁর।
গতকাল রাজ্যপাল দেখাও করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে। কিন্তু শাহের সঙ্গে বৈঠকে কী কথা হল সেই বিষয়ে মুখ খুলতে চাননি রাজ্যপাল। মঙ্গলবার নির্বাচনের ফল প্রকাশের দিনেও সকালে কলকাতা বিমানবন্দরে নেমেই সরাসরি তিনি চলে যান ভাঙর, বসিরহাট, দেগঙ্গা এলাকায় নির্বাচনী গণনার দিনের পরিস্থিতি খতিয়ে দেখতে। মঙ্গলবার বিকেলে রাজ ভবনে ফিরেই সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যপাল। তিনি জানান, ভোটগ্রহণ ইতিমধ্যেই শেষ হয়েছে, তাই বিভেদ ভুলে সবাইকে একজোট হয়ে হিংসা এবং দুর্নীতির বিরুদ্ধে লড়ার আবেদন জানান রাজ্যপাল।
advertisement
advertisement
রাজ্যপালকে গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি সরাসরি এড়িয়ে যান বিষয়টি। এ বিষয়ে রাজ্যপাল বলেন, “আমার সঙ্গে কেন্দ্র এবং রাজ্য উভয় ক্ষেত্রের সংবিধানিক সহকর্মীদের যা যা কথা হবে, সেগুলি আমাদের মধ্যেই থাকবে। সঠিক সময়ে সেগুলি আপনারা জানতে পারবেন।”
advertisement
নির্বাচনের দিন রাজ্যের বিভিন্ন জায়গায় অশান্তির খবর সামনে আসায় রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলা শুরু করেছিলেন বিরোধীরা। রাষ্ট্রপতি শাসন জারি করার দাবিও জানাতে থাকেন তাঁরা। শাহের সঙ্গে রাজ্যপালের বৈঠক সেই জল্পনায় তৈরি করেছিল বিরোধী মহলে। কিন্তু বৈঠকের মূল বিষয়বস্তু কার্যত উহ্য রাখলেন রাজ্যপাল।
প্রসঙ্গত, নির্বাচনী ফল প্রকাশের দিনও স্পর্শকাতর জায়গাগুলি ঘুরে দেখেন রাজ্যপাল৷ সাম্প্রতিক অতীতে ভাঙরের যে যে জায়গা গুলি অশান্ত হয়ে উঠেছিল সেই জায়গাগুলি ছাড়াও বসিরহাট দেগঙ্গার মতো জায়গাও ঘুরে দেখেন রাজ্যপাল। সূত্রের খবর বসিরহাট , দেগঙ্গার মতো এলাকায় অশান্তির কোনও ছবি সেভাবে চোখে না পড়ায়, এলাকায় ঘুরলেও গাড়ি থেকে আর নামেননি রাজ্যপাল।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 11, 2023 10:46 PM IST