Newtown Fire: ধেয়ে আসছে জ্বলন্ত বাস! টের পাননি যাত্রীরাও! নিউটাউনের ডাউনটাউন এলাকায় সাংঘাতিক কাণ্ড

Last Updated:

নিউটাউনের ডাউন টাউনে এক চলন্ত বাসে হঠাৎ আগুন লাগায় আতঙ্ক ছড়ায়। চালক বাস থামিয়ে যাত্রীদের নামিয়ে দেন। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও পুরোপুরি সফল হয়নি।

Representative Image (AI Generated)
Representative Image (AI Generated)
নিউটাউনের ডাউন টাউনের কাছে এক চলন্ত বাসে হঠাৎ আগুন লাগায় মুহূর্তের মধ্যেই ছড়ায় চাঞ্চল্য ও আতঙ্ক। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, বাসটি যখন ওই এলাকা দিয়ে যাচ্ছিল, তখন হঠাৎই ইঞ্জিনের দিক থেকে ধোঁয়া ও শিখা বেরোতে শুরু করে। বিষয়টি টের পেতেই বাসের চালক গাড়ি থামিয়ে দেন, আর যাত্রীরা হুড়মুড়িয়ে নেমে পড়েন। আতঙ্কিত যাত্রীরা প্রাণ বাঁচাতে রাস্তার ধারে ছুটে যান। এ সময় পথচলতি সাধারণ মানুষ এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। প্রথমে বোতল ও বালতিতে জল এনে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা হলেও তাতে খুব একটা লাভ হয়নি।
advertisement
advertisement
পরে পাশের একটি পেট্রোল পাম্প থেকে গ্যাস সিলিন্ডার ভিত্তিক ফায়ার এক্সটিঙ্গুইশার এনে আগুন নেভানোর উদ্যোগ নেওয়া হয়। তাতেও সম্পূর্ণ আগুন নেভেনি, এখনও পকেট ফায়ারের মতো ছোট ছোট শিখা বাসের ভেতরে জ্বলছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
advertisement
পুলিশ ও দমকল বাহিনী খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করেছে। ঠিক কীভাবে আগুনের সূত্রপাত, তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। প্রাথমিক অনুমান, যান্ত্রিক ত্রুটি বা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই দুর্ঘটনা ঘটতে পারে।
ঘটনার জেরে নিউটাউন ডাউন টাউন এলাকায় কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়। তবে বড়সড় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। যাত্রী ও স্থানীয়রা জানিয়েছেন, এই ধরনের দুর্ঘটনা রুখতে বাসগুলির নিয়মিত ফিটনেস পরীক্ষা ও রক্ষণাবেক্ষণ জরুরি।
advertisement
Generated image
Representative Image (AI Generated)
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Newtown Fire: ধেয়ে আসছে জ্বলন্ত বাস! টের পাননি যাত্রীরাও! নিউটাউনের ডাউনটাউন এলাকায় সাংঘাতিক কাণ্ড
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement