পুলিশকে চড় মারার অভিযোগে ধৃত বাসচালক
Last Updated:
পুলিশকে মারধরের অভিযোগে ধৃত বাসচালক।
#কলকাতা: পুলিশকে মারধরের অভিযোগে ধৃত বাসচালক। দুটি বেসরকারি বাসের মধ্যে রেষারেষি চলতে থাকলে, নিউটাউনে একটি বাস আটকায় পুলিশ। কিন্তু, বাস থেকে নেমে ১ পুলিশকর্মীকে চড় মারেন বাসচালক। এখানেই শেষ নয়, ২ সিভিক ভলান্টিয়ারকে মারেন ধাক্কাও ! চলতে থাকে অকথ্য গালিগালাজ।
বাসের কন্ডাকটর রামরূপ বটব্যাল জানান, '' ড্রাইভার রং সাইডে বাস চালাচ্ছিলেন না, কোনও রেষারেষিও করেননি। তিনি হাডকো মোড়ে, 'নো পার্কিং' এলাকায় যাত্রী নামিয়েছিলেন। তখনই সার্জেন এসে ড্রাইভারের থেকে লাইসেন্স চান। উনি বলেন, 'স্যর আমি কী অন্যায় করেছি?' যখন ওঁরা কথা বলছিলেন, বাসের অন্যান্য যাত্রী, কিছু রাস্তার পাবলিকও মাঝখান থেকে ওদের কথাবার্তার মধ্যে ঢুকে যায়। ওদের নাক গলানোয় ঝামেলা আরও বেড়ে যায়।''
advertisement
advertisement
বাসচালক ১ পুলিশকর্মীকে চড় মারেন, এই অভিযোগ তিনি সম্পূর্ণ অস্বীকার করেন, '' ধ্বস্তাধস্তি হয় ঠিকই, কিন্তু ড্রাইভার পুলিশের গায়ে হাত তোলেননি! অত ভিড়ের মধ্যে লোকের নড়াচরায় পুলিশের গায়ে ধাক্কা লাগতে পারে!''
advertisement
অভিযুক্ত বাসচালককে গ্রেফতার করে পুলিশ। আজ ধৃতকে বারাসত আদালতে পেশ করা হবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 28, 2018 11:00 AM IST