#কলকাতা: আবার বড় বাস দুর্ঘটনা কলকাতায়। এবার কেপি-২১ রুটের যাত্রীবোঝাই বেসরকারি বাস নিয়ন্ত্রণ হারাল মা উড়ালপুলের নীচে। পার্ক সার্কাস থেকে সাইন্স-সিটিগামী বাসটি প্রগতি ময়দান এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে মা ফ্লাইওভারের নীচের থামে। ঘটনায় আহত হয়েছেন অন্তত ১১ জন যাত্রী। তাঁদের কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। শেষ পাওয়া খবর পর্যন্ত বাসের চালক এখনও পলাতক।
সূত্রের খবর তিলজলা ট্রাফিক গার্ডের তরফ থেকে আহতদের উদ্ধার করা হয়। ঘটনাস্থলে আসে স্থানীয় থানার পুলিশ। খোঁজ চলছে বাসের চালক ও কন্ডাকটারের। তারা মদ্যপ অবস্থায় ছিল কিনা তারও খোঁজ চলছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।
বিস্তারিত আসছে...
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bus Accident, Maa Flyover