বান্ধবীদের নিয়ে দেদার ফূর্তিতে টাকার দরকার, তাই মাদক পাচার করত নামী কলেজের মেধাবী পড়ুয়ারা

Last Updated:

কলেজে পড়াকালীন বিলাসী জীবন । বান্ধবীদের নিয়ে দেদার ফুর্তি। ফূর্তির টাকা জোগাড় করতে মাদকের কারবার। ধৃত তিন ছাত্রকে জেরায় মিলল চাঞ্চল্যকর তথ্য। মাদক চক্রে নাম জড়াল তিন নামী কলেজের।

#কলকাতা: কলেজে পড়াকালীন বিলাসী জীবন । বান্ধবীদের নিয়ে দেদার ফুর্তি। ফূর্তির টাকা জোগাড় করতে মাদকের কারবার। ধৃত তিন ছাত্রকে জেরায় মিলল চাঞ্চল্যকর তথ্য। মাদক চক্রে নাম জড়াল তিন নামী কলেজের।
নিষিদ্ধ মাদক নেওয়া ও বিক্রির অভিযোগ। দিন কয়েক আগে পুলিশের জালে ধরা পড়ে মাদক পাচারকারী মেহবুব আলম ওরফে ম্যাক ও ও পারভেজ আলম। বার সিঙ্গারদের মাধ্যমে মাদকচক্র চালানোর প্রসঙ্গে উঠে আসে তিন মেধাবী ছাত্রের নাম। এরপরই ক্রেতা সেজে ম্যানেজমেন্ট ও ইনজিনিয়রিং কলেজের তিন ছাত্রকে গ্রেফতার করে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের নারকোটিক্স শাখা।
advertisement
পুলিশ সূত্রে খবর, বিলাসী লাইফস্টাইল কাটাতেই মাদক কারবার চালাত ধৃত সৌমিক মুখোপাধ্যায়, মৃগাঙ্ক বন্দ্যোপাধ্যায়, কৌস্তুভ কর। মাদক নেওয়ার পাশাপাশি কলেজে তা বিক্রিও করত। পুরো চক্রই চলত অনলাইনে।
advertisement
জেরায় জানা যায়,
--- কলেজে বিলাসী জীবনযাপনে অভ্যস্ত ৩ ছাত্র
advertisement
---বান্ধবীদের সঙ্গে দেদার ফূর্তি
--উইকেন্ডে বান্ধবীদের নিয়ে ট্রিপ
---দামি হোটেলে খাওয়া-দাওয়া
---বিলাসী জীবনযাপনে টাকার জোগাড়েই মাদকের কারবার
ছাত্রদের জেরায় উঠে এসেছে সল্টলেক, কলকাতা ও সোনারপুরের তিনটি নামী কলেজের নামও। নাম জড়িয়েছে আরও কয়েকজন পড়ুয়ার।
---জুনিয়রদের প্রথমে বিনা খরচে মাদক দেয় সিনিয়ররা
---অভ্যস্ত হয়ে গেল নিষিদ্ধ বিদেশী মাদক বিক্রি করা হত ৷
advertisement
কলেজের ছাত্রদের সঙ্গে কথা বলবে পুলিশ। কথা বলা হবে অভিভাবকদের সঙ্গেও।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
বান্ধবীদের নিয়ে দেদার ফূর্তিতে টাকার দরকার, তাই মাদক পাচার করত নামী কলেজের মেধাবী পড়ুয়ারা
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement