হোম /খবর /কলকাতা /
এক ব্যক্তির শরীর থেকে চারটি অঙ্গদান, দেশের মধ্যে নজির কলকাতা শহরে

Organ Donation: এক ব্যক্তির শরীর থেকে চারটি অঙ্গদান, দেশের মধ্যে নজির কলকাতা শহরে

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

Organ Donation: দেশের মধ্যে এই প্রথমবার ব্রেন ডেথ হওয়া কোনও ব্যক্তির ক্ষুদ্রান্ত্র প্রতিস্থাপন করা হচ্ছে৷

  • Share this:

কলকাতা: অঙ্গদানের রীতি ধীরে ধীরে কলকাতা শহর ও রাজ্যের বিভিন্ন প্রান্তে আরও বেশি করে গ্রহণযোগ্যতা পাচ্ছে৷ আর সেই পথের পথিক হয়েই দেশের মধ্যে প্রথম ব্রেন ডেথ হওয়া এক ব্যক্তির ক্ষুদ্রান্ত্র প্রতিস্থাপনের নজির তৈরি করতে চলেছে কলকাতা শহর৷ শুধু তাই নয়, প্রয়াত ব্যক্তির একাধিক অঙ্গ প্রতিস্থাপিত হচ্ছে অন্য আক্রান্তদের শরীরে৷ আর তাই নিয়েই শুরু হয়েছে আলোচনা৷

দেশের মধ্যে এই প্রথমবার ব্রেন ডেথ হওয়া কোনও ব্যক্তির ক্ষুদ্রান্ত্র প্রতিস্থাপন করা হচ্ছে৷ পশ্চিম মেদিনীপুরের রাধাকান্তপুরের বাসিন্দা নীলশেখর মণ্ডল পথ দুর্ঘটনায় গুরুতর আহত হন৷ তাঁর বয়স ২৩ বছর৷ আহত হয়ে তিনি ভর্তি হন বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে৷

আরও পড়ুন :  বাড়ছে গাড়ি, যানজট এড়াতে ২০২৬-এর মধ্যে ৬ লেনের হবে কোনা এক্সপ্রেসওয়ে

আরও পড়ুন- আদিবাসী মহিলাদের দণ্ডী কাটানোর ঘটনা কোনওভাবেই সমর্থনযোগ্য নয়, অবস্থান স্পষ্ট তৃণমূল শীর্ষ নেতৃত্বের

হাসপাতালের তরফ থেকে বলা হয়েছে, শুক্রবার তাঁর ব্রেন ডেথ হয়৷ যুবকের মৃত্যুতে শোকস্তব্ধ পরিবার তারপরেও দায়িত্ব ভোলেনি৷ মৃতের অঙ্গদান করার সিদ্ধান্ত নেওয়া হয় পরিবারের তরফ থেকে৷

প্রয়াত নীলের দু’টি ফুসফুস পাঠানো হচ্ছে চেন্নাইয়ের এমজিএম হাসপাতালে৷ এ ছাড়া হার্ট কলকাতা মেডিক্যাল কলেজে প্রতিস্থাপন করা হবে৷ এ ছড়া লিভার কলকাতার ওই হাসপাতালেই প্রতিস্থাপিত হবে৷ এ ছাড়া ক্ষুদ্রান্ত্র পাঠানো হবে চেন্নাইয়ের এমজিএম হাসপাতালে৷

একটি কিডনি প্রতিস্থাপিত হবে বাইপাসের ধারের বেসরকারি হাসপাতালে আর একটি আলিপুর কম্যান্ড হাসপাতালে৷ এই ধরনের ঘটনা গোটা দেশেই প্রথমবার, সেই কারণেই শিরোনামে উঠে এসেছে এই বিষয়টি৷

Abhijit Chanda

Published by:Uddalak B
First published:

Tags: Organ Donation