Exclusive: বউবাজারে ফাটলের আসল কারণ কী? যা জানাল মেট্রো কর্তৃপক্ষ...

Last Updated:

Bowbazar House Crack: বউবাজার এলাকায় রয়েছে একাধিক জলস্তর। এই মুহূর্তে ভূস্তর থেকে ৩১.৮ মিটার নীচে আছে টানেল। মাটির ২৫ মিটার নীচে আছে টানেল।

বউবাজারে বাড়িতে ফাটল
বউবাজারে বাড়িতে ফাটল
কলকাতা : বউবাজারে বাড়িতে নয়া ফাটলের কারণ জলস্তর। বউবাজার এলাকায় রয়েছে একাধিক জলস্তর। এই মুহূর্তে ভূস্তর থেকে ৩১.৮ মিটার নীচে আছে টানেল। মাটির ২৫ মিটার নীচে আছে টানেল। এই টানেলের ব্যাস ৬.৮ মিটার। এই ৩১.৮ মিটার নীচে থেকেই ক্রমশ জল উঠছে।
জানা যাচ্ছে, গোটা এলাকা জুড়ে রয়েছে অ্যাকুইফার বা জলস্তর। টানেলের দুটি দিকের অংশ জুড়তে হবে। জুড়তে হবে প্রায় ৯ মিটার অংশ। এটি জোড়া হবে কংক্রিট বক্স জয়েন্ট করে৷ যা পুরনো মেট্রোয় আছে। আর এই বক্স জয়েন্ট করতে গিয়েই বিপত্তি। কারণ টানেলের নিচের অংশ বা ভূমি বা প্ল্যাটফর্ম ল্যান্ড কংক্রিট করতে হবে। সেই কংক্রিটের কাজ করতে গিয়েই প্রায় ৫ মিটার খোঁড়া হয়েছে৷ আর সেখান দিয়েই ক্রমাগত জল ঢুকতে শুরু করে দিয়েছে৷ এই জল ঢোকা বন্ধ করতে গিয়েই গ্রাউটিং করা হচ্ছে।
advertisement
advertisement
গ্রাউটিং হল রাসায়নিক, সিমেন্ট আর জলের সংমিশ্রণ। সেটাই পাঠানো হচ্ছে। আর এই জল ঢোকার জন্যেই ফের নতুন করে কম্পন তৈরি হয়েছে। তার জেরেই গতকাল একাধিক বাড়িতে ফাটল ধরেছে বলে মনে করছে ইঞ্জিনিয়াররা।ফের বউবাজার মেট্রোর কাজ করতে গিয়ে বিপত্তি৷ আবারও বউবাজারের বেশ কিছু বাড়িতে বড়সড় ফাটল ধরা পড়ল৷
advertisement
বউবাজার দিয়ে ইস্ট ওয়েস্ট মেট্রো রেলের সুড়ঙ্গ তৈরির সময় ২০১৯ সালে প্রথম বার বেশ কিছু বাড়িতে ফাটল ধরা পড়ে৷ এর পর ফের ২০২০ সালে ফাটল ধরা পড়ে৷ দু' বারই বহু পরিবারকে বসত বাড়ি ছেড়ে অন্যত্র সরে যেতে হয়৷ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, যাঁরা দু' তিন বছর আগে বাড়ি ছেড়ে গিয়েছিলেন, তাঁরা এখনও ফিরতে পারেননি৷ তাই এবার আর নিজেদের বাড়ি ছেড়ে বেরোতে নারাজ স্থানীয় বাসিন্দারা৷
advertisement
ঘটনাস্থলে গিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এলাকার কাউন্সিলর বিশ্বরূপ দে৷ এলাকায় গিয়ে ক্ষোভের মুখে পড়েন স্থানীয় বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়ও৷ বউবাজারের দুর্গা পিতুরি লেনের একাধিক বাড়িতে বুধবার সন্ধ্যা থেকেই ফাটল ধরা পড়েছে৷ মেট্রো সূত্রে খবর, ওই অংশে সুড়ঙ্গ তৈরির কাজ শেষ৷ বর্তমানে সুড়ঙ্গে কংক্রিট ঢালাইয়ের কাজ চলছে৷ পাশাপাশি উর্বি ও চান্ডি নামে দু'টি টানেল বোরিং মেশিনকে কেটে কেটে মাটির নীচ থেকে তোলার কাজ হয়ে গেছে৷ আপাতত সুড়ঙ্গ সম্পূর্ণ করার জন্য গ্রাউন্ড কংক্রিট করার কাজ চলছে।
advertisement
বাসিন্দাদের প্রশ্ন, 'প্রাণ ভয়ে আমরা রাস্তায় নেমে এসেছি৷ কিন্তু কার ভরসায় কোথায় যাব? আগে যাঁরা বাড়ি ছেড়ে গিয়েছেন, তাঁরা এখনও ফিরতে পারেননি৷ 'ইস্ট ওয়েস্ট মেট্রোর দায়িত্বে থাকা কলকাতা মেট্রো রেল কর্পোরেশনের ডাইরেক্টর প্রজেক্ট এন সি কারমালি জানিয়েছেন, 'বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে৷ হোটেলে নিয়ে রাখা হবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে৷ ১৪টি মতো পরিবার রয়েছে৷ আমাদের পক্ষ থেকে যা করণীয়, করা হচ্ছে৷ পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে৷' তাঁর আরও দাবি, 'ফাটল সবে ধরতে শুরু করেছিল৷ খুব ভয়ের কিছু নেই৷ সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই ওই পরিবারগুলিকে সরিয়ে নেওয়া হচ্ছে৷'
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Exclusive: বউবাজারে ফাটলের আসল কারণ কী? যা জানাল মেট্রো কর্তৃপক্ষ...
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement