#কলকাতা: একে লকডাউন। তার মধ্যেই আমফান। কলেজ স্ট্রিটে বইপাড়ার রাস্তায় জমা জলে বইয়ের বানভাসি ছবি খুব নাড়া দিয়ে গিয়েছে সকলকে। দোকান খোলার পর ফুটপাথে বই শুকোতেও দেখা গিয়েছে।
আমফানে ক্ষতিগ্রস্ত প্রকাশক ও বই বিক্রেতাদের পাশে দাঁড়াতে এবার এগিয়ে এলো পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড। একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা হয়েছে বইপ্রেমীদের কাছে সাহায্যের আবেদন রেখে। Account Name PUBLISHERS & BOOKSELLERS GUILD Account number 39351948253 Bank Name STATE BANK OF INDIA Branch AMHERST STREET IFSC Code SBIN0001800৷
গিল্ডের সভাপতি ত্রিদিব চট্টোপাধ্যায় ও সাধারণ সম্পাদক সুধাংশুশেখর দে-র আবেদন, বন্ধুরা পাশে থাকুন। আসুন, সবাই মিলে একসঙ্গে আবার গড়ে তুলি কলকাতার পরম গর্বের কলেজ স্ট্রিট বইপাড়াকে।
SUJIT BHOWMIK
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Amphan Cyclone, Book Store, College Street