হোম /খবর /কলকাতা /
নিয়োগ দুর্নীতি কাণ্ডে অভিনেতাকে তলব, ED-র দফতরে হাজিরা বনি সেনগুপ্তর, নজরে আরও ৩

TET SCam | Bonny Sengupta: নিয়োগ দুর্নীতি কাণ্ডে অভিনেতাকে তলব, ED-র সদর দফতরে হাজিরা বনি সেনগুপ্তর, নজরে আরও ৩

এছাড়া, কানাঘুঁষো শোনা যাচ্ছে, ইডি-র তদন্তে উঠে এসেছে আরও ৩ অভিনেতা ও এক অভিনেত্রীর নামও। চলতি সপ্তাহে কুন্তলের কয়েকজন এজেন্টকেও তলব করা হয়েছে বলে ইডি সূত্রে খবর।

  • Share this:

কলকাতা: সিজিও কমপ্লেক্সে ইডির সদর দফতরে হাজিরা দিলেন টলিউড অভিনেতা বনি সেনগুপ্ত। বৃহস্পতিবার সকাল ১০ টা বেজে ১০ মিনিটে ইডির দফতরে পৌঁছন অভিনেতা। অভিনেতাকে ৩ জন ইডি-র আধিকারিক জিজ্ঞাসাবাদ করছেন বলে সূত্রের খবর। ইডি সূত্রের খবর, নিয়োগ দুর্নীতি কাণ্ডে অভিযুক্ত হুগলির তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষের ব্যাঙ্কের নথি থেকেই অভিনেতা বনি সেনগুপ্তর নাম পেয়েছেন গোয়েন্দারা। তাহলে কি, টলিউড অভিনেতার সঙ্গেও টাকার লেনদেন হয়েছিল কুন্তলের? হয়ে থাকলে, তার পিছনে কী কারণ রয়েছে? অর্থাৎ, কীসের জন্য কুন্তল এবং বনির মধ্যে টাকার দেওয়া নেওয়া হয়েছিল? এই সব সম্পর্কে সম্পূর্ণ তথ্য পেতেই অভিনেতা বনি সেনগুপ্তকে তলব করা হয়েছে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, একুশের নির্বাচনের আগে বিজেপি-তে যোগ দিতে দেখা গিয়েছিল এই অভিনেতাকে। তবে তার পরেই রাজনীতির সঙ্গে সমস্ত সম্পর্ক চুকিয়ে ফেলেন বনি।

নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত কুন্তল ঘোষের চলতি সপ্তাহেই তলব করা হয়েছিল অভিনেতা বনি সেনগুপ্তকে। আগামিকাল, অর্থাৎ, শুক্রবারের মধ্যেই হাজিরা দেওয়ার কথা ছিল তাঁর। তবে আগামিকাল না গিয়ে আজ, বৃহস্পতিবারই ইডির দফতরে হাজিরা দেন 'ডাল বাটি চুরমা'র অভিনেতা।

আরও পড়ুন: নিয়োগ দুর্নীতি কাণ্ডের জল গড়াল টলিউডেও! অভিনেতা বনি সেনগুপ্তকে তলব ED-র

এছাড়া, কানাঘুঁষো শোনা যাচ্ছে, ইডি-র তদন্তে উঠে এসেছে আরও ৩ অভিনেতা ও এক অভিনেত্রীর নামও। চলতি সপ্তাহে কুন্তলের কয়েকজন এজেন্টকেও তলব করা হয়েছে বলে ইডি সূত্রে খবর।

এছাড়াও, নিয়োগ দুর্নীতি মামলায় হুগলির বলাগড়ের তৃণমূল নেতা তথা আরও এক অভিনেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়কে তলব করতে চলেছে ইডি। চলতি সপ্তাহেই তাঁকে তলব করা হবে। এর আগেও নিয়োগ দুর্নীতি কাণ্ডে একাধিকবার তলব করা হয়েছিল শান্তনুকে।

Published by:Satabdi Adhikary
First published: